
সঞ্জয় শীল:
নবীনগরের লাউর ফতেহপুর ইউনিয়নের বাড়ীখলা গ্রামে মাদ্রাসায় ঢুকে কোরান পুড়ানোর ঘটনায় বায়েজিদ মিয়া (৩২) কে আটক করা হয়েছে। তিনি বাড়ীখলা গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে।
জানা যায়, শুক্রবার মধ্য দুপুরে আনুমানিক ২ টার দিকে স্থানিয় বাড়ীখলা বহুমূখী হাফিজিয়া মাদ্রাসায় ঢুকে মাদ্রাসায় থাকা কোরান শরীফ বায়োজিদ মিয়া পুড়িয়ে ফেলেন। এ ঘটনা জানতে পেরে স্থানিয় মুসলমানরা তাকে গণ ধোলাই দিয়ে নবীনগর থানা পুলিশে দিয়ে দেন। পরে তাকে নবীনগর উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। এছাড়া সে মানসিক রোগী বলে জানা যায়। সে কোরান পুড়ানোর সময় কোরানে ভুল আছে বলে দাবি করেন। এও নিয়ে সে ফেসবুকেও পোস্ট করে বলে জানা যায়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) শাহীনুর ইসলাম বলেন, অভিযুক্ত বায়োজিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
