
টঙ্গীবাড়ী সংবাদদাতা :
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের একটি ক্লাব ভাঙচুর ও দখল চেষ্টার ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে উপজেলার হাসাইল বানারী ইউনিয়নে এ ঘটনা ঘটে। সরজমিনে গিয়ে দেখা যায়, হাসাইল বানারী ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের বেশ কিছু অংশ ভাঙা অবস্থা পরে রয়েছে।
স্থানীয়রা জানায় পার্শ্ববর্তী কামারখাড়া ইউনিয়নের মালিগাও গ্রামের মৃত দুলাল মৃধ্যার ছেলে তানজিল ও তানভীরের নির্দেশে হাসাইল বানারী ইউনিয়ন আওয়ামী লীগের এই কার্যালয় টি ভাংচুর করা হয়। ক্লাব ভাংচুরের খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে এসে ভাংচুর কাজ বন্দ করে এবং যদি তাদের জমি হয়ে থাকে তাহলে জমির কাগজ পত্র এনে আইনি ভাবে তাদের জমি বুজিয়ে নেওয়ার পরামর্শ দেয়।
স্থানীয়রা আরো জানায়, আওয়ামী লীগের ক্লাবটি যেখানে নির্মান করা হয়েছে সেটি সরকারি জমি। যারা দাবী করে ক্লাবটি ভাংচুর করেছে তাদের কে এখানে কখনো দেখি নাই৷ তারা কিভাবে এই জমির মালিক দাবী করে তা আমাদের জানা নেই।
ক্লাব ভাংচুর ও দখলের বিষয়ে কথা বলতে তানজিল কে ফোন করলে তিনি জানান, আমাদের জমিতে অবৈধ ভাবে ক্লাব নির্মাণ করে আওয়ামী লীগের নেতারা দখল করে রেখেছে। আমরা আমাদের জমি উদ্ধার করতে এসেছি। প্রশাসন কে অবগত করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমাদের জমি আমরা উদ্ধার করবো প্রশাসন কে জানানোর কি আছে।
এ বিষয়ে হাসাইল বানারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম.এ.জামান এপোলো বলেন, ক্লাব ভাংচুরের খবর পেয়ে সাথে সাথে আমি ঘটনাস্থলে গিয়ে জানতে পারি জমির মালিকানা দাবী করে এক পক্ষ ঘর টি ভাঙতেছে। পরে আমি তাৎক্ষনিক ঘরটি ভাঙা বন্ধ করি এবং পুনরায় নির্মাণ করতে বলি। কারন তারা মালিকানা থাকলে এসিল্যান্ড, প্রশাসন ভূমিকা নিবে। কে বা কারা ভাঙচুর করবে এর দায়বার আমাদের দলের উপর পড়বে এই বদনামের দায়ভার হাসাইল বানারী ইউনিয়ন বিএনপি মেনে নিবেনা। তার মালিকানা থাকলে সে আইনের কাছে যাবে,আইন তাকে সহায়তা করবে।
এ বিষয়ে হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.নুরুজ্জামান দেওয়ান বলেন, মেম্বারের মাধ্যমে খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি ক্লাব ভাংচুর করতেছে। পরে তাদের কে ভাঙতে নিষেধ করি এবং তাদের জায়গা হলে আলোচনা করে পরে সিদ্ধান্ত নিবো বলে জানিয়ে দেই।
টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো.সাইফুল আলম জানান, এ বিষয়ে এখনো পর্যন্ত কেউ কোনো অভিযোগ নিয়ে আসেনি। আসলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
