

নওগাঁ প্রতিনিধি:
ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশের রূপকার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের আহ্বানে নওগাঁয় লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ লিফলেট বিতরণ করেন নওগাঁ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিন। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণকালে মাসুদ হাসান তুহিন বলেন, “তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা কেবল রাজনৈতিক দল বা সরকারের পরিবর্তনের ঘোষণা নয়; এটি একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও মানবিক রাষ্ট্র গঠনের রূপরেখা।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের জনগণ আজ পরিবর্তন চায়—চায় মুক্ত গণতন্ত্র, স্বাধীন বিচারব্যবস্থা ও নাগরিক অধিকারের পূর্ণ নিশ্চয়তা। বিএনপি জনগণের সেই প্রত্যাশা পূরণে দৃঢ় প্রতিজ্ঞ।”