প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা উপহার দিয়েছেন মাদারীপুর সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপি পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের কালকিনি উপজেলা শাখার নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার দুপুরে আবদুস সোবহান মিয়া নিজ বাসভবনে থেকে মাদারীপুর ৩ আসনের ২০ টি ইউনিয়নের চেয়ারম্যান ও কালকিনি পৌরসভার মাধ্যমে ২০ হাজার পরিবারের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। এসময় ঈদ সামগ্রী কেনার জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন এসময় উপস্থিত ছিলেন কালকিনি পৌর মেয়র এসএম হানিফ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন সরদার, উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান, মৎস্যজীবী লীগের সভাপতি শাহাদাত সরদার, মাদারীপুর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এ্যাড.আবদুল্লাহ আল মামুন, পৌর তাঁতী লীগের সভাপতি জামাল হোসেন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।
MHS /LN24BD