Thursday, March 28, 2024
HomeScrolling৯৫ অধ্যক্ষের পদ ৪র্থ থেকে তৃতীয় গ্রেডে উন্নীত

৯৫ অধ্যক্ষের পদ ৪র্থ থেকে তৃতীয় গ্রেডে উন্নীত

অনলাইন ডেস্ক।

সরকারি কলেজের ৯৫ অধ্যক্ষের পদ ৪র্থ থেকে তৃতীয় গ্রেডে উন্নীত করা হয়েছে। রবিবার প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় এর অনুমোদন দেওয়া হয়।

উল্লেখ্য বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের অধ্যাপকের বিদ্যমান পদটি ৪র্থ গ্রেডের এবং সিলেকশন গ্রেডের মাধ্যমে  ৩য় গ্রেডে যাওয়ার সুযোগ ছিল না। সরকারি কলেজসমূহের মধ্যে অনার্স এবং অনার্স-মাস্টার্স কলেজের বিভাগীয় প্রধানের পদটিও ৪র্থ গ্রেডের অধ্যাপক পদমর্যাদার, আবার অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদও ৪র্থ গ্রেডের অধ্যাপক পদমর্যাদার। তাই প্রশাসনিক ভারসাম্য আনয়ন ও শৃঙ্খলার স্বার্থে বিভাগীয় শহরের নয় কলেজ ও অন্যান্য জেলার ৮৬ মোট ৯৫ কলেজের অধ্যক্ষ পদের বেতন গ্রেড জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ৪র্থ গ্রেড থেকে ৩য় গ্রেডে উন্নীত করা হয়েছে।

কলেজগুলো হলো- ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজ, ঢাকা; আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ; চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম; এমসি কলেজ, সিলেট; রাজশাহী কলেজ, রাজশাহী; কারমাইকেল কলেজ, রংপুর; সরকারি বিএল কলেজ, খুলনা; সরকারি বিএম কলেজ, বরিশাল; সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা; সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ; সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ; সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর; টংগী সরকারি কলেজ, গাজীপুর; নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী; সরকারি শহীদ আসাদ কলেজ, শিবপুর, নরসিংদী; রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী; সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর; সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ, ফরিদপুর; সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ; শরীয়তপুর সরকারি কলেজ, শরীয়তপুর; সরকারি নাজিমউদ্দীন কলেজ, মাদারীপুর; গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ; কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ, কিশোরগঞ্জ; মমিনুন্নেসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ; নেত্রকোণা সরকারি কলেজ, নেত্রকোনা; সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর; শেরপুর সরকারি কলেজ, শেরপুর; সরকারি সা’দত কলেজ, টাঙ্গাইল; সরকারি এম এম আলী কলেজ, টাঙ্গাইল; কুমুদিনী সরকারি মহিলা কলেজ, টাঙ্গাইল; বরিশাল সরকারি মহিলা কলেজ, বরিশাল; সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল; সরকারি সোহরাওয়ারর্দি কলেজ, পিরোজপুর; ভোলা সরকারি কলেজ, ভোলা; পটুয়াখালী সরকারি কলেজ, পটুয়াখালী; রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী; রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী; নিউ গভ. ডিগ্রি কলেজ, রাজশাহী; নবাবগঞ্জ সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ; নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ;      সাপাহার সরকারি কলেজ, সাপাহার, নওগাঁ; নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ, নাটোর; সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া; সরকারি শাহ সুলতান কলেজ, সদর, বগুড়া; জয়পুরহাট সরকারি কলেজ, জয়পুরহাট; সরকারি অ্যাডওয়ার্ড কলেজ, পাবনা; ঈশ্বরদী সরকারি কলেজ, পাবনা; শহীদ বুলবুল সরকারি কলেজ, পাবনা; সিরাজগঞ্জ সরকারি কলেজ, সিরাজগঞ্জ; ইসলামিয়া সরকারি কলেজ, সিরাজগঞ্জ; সরকারি আকবর আলী কলেজ, উল্লাপাড়া, সিরাজগঞ্জ; রংপুর সরকারি কলেজ, রংপুর; গাইবান্ধা সরকারি কলেজ, গাইবান্ধা; কুড়িগ্রাম সরকারি কলেজ, কুড়িগ্রাম; নীলফামারী সরকারি কলেজ, নীলফামারী; লালমনিরহাট সরকারি কলেজ, লালমনিরহাট; দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর; ঠাকুরগাঁও সরকারি কলেজ, ঠাকুরগাঁও; খুলনা সরকারি মহিলা কলেজ, খুলনা; সরকারি সুন্দরবন আদর্শ কলেজ, খুলনা; সরকারি পাইওনিয়ার মহিলা কলেজ, খুলনা; যশোর সরকারি সিটি কলেজ, যশোর; সরকারি এম এম কলেজ, যশোর; নড়াইল সরকারি ভিক্টেোরিয়া কলেজ, নড়াইল; সরকারি কে.সি. কলেজ, ঝিনাইদহ; সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দি কলেজ, মাগুরা; কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া; চুয়াডাঙ্গা সরকারি কলেজ, চুয়াডাঙ্গা; সাতক্ষীরা সরকারি কলেজ, সাতক্ষীরা; সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ, সাতক্ষীরা; সরকারি পি.সি. কলেজ, বাগেরহাট; সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম; সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম; পটিয়া সরকারি কলেজ, পটিয়া, চট্টগ্রাম; কক্সবাজার সরকারি কলেজ, কক্সবাজার; রাঙ্গামাটি সরকারি কলেজ, রাঙ্গামাটি; খাগড়াছড়ি সরকারি কলেজ, খাগড়াছড়ি; বান্দরবান সরকারি কলেজ, বান্দরবান; নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী; চৌমুহনী সরকারি এসএ কলেজ, চৌমুহনী, নোয়াখালী; ফেনী সরকারি কলেজ, ফেনী; কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা; কুমিল্লা সরকারি মহিলা কলেজ, কুমিল্লা; ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া; চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর; লক্ষ্মীপুর সরকারি কলেজ, লক্ষ্মীপুর; বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ; মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার; সুনামগঞ্জ সরকারি কলেজ, সুনামগঞ্জ।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments