Thursday, April 25, 2024
HomeScrolling৭১ হাজার কোটি টাকায় বিক্রি হলো জেমস বন্ডের নির্মাতা প্রতিষ্ঠান

৭১ হাজার কোটি টাকায় বিক্রি হলো জেমস বন্ডের নির্মাতা প্রতিষ্ঠান

দুই প্রতিষ্ঠানের লোগো ও ‘জেমস বন্ড’ অভিনেতা ডেনিয়েল ক্রেইগ

মেট্রো গোল্ডউইন মেয়ার (এমজিএম) ৭ থেকে ১০ বিলিয়ন ডলারে কিনে নিচ্ছে আমাজন। বেশ কয়েক দিন আগের এমন গুঞ্জনের সত্যতা মিলল।

সংবাদমাধ্যম জানায়, ৮.৪৫ বিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় সাড়ে সাড়ে ৭১ হাজার কোটি টাকায় এ হস্তান্তর সম্পন্ন হচ্ছে।

যদিও এর আগে এমজিএম ও আমাজন পুরো বিষয়টিকে ‘গুজব ও অনুমান’ বলে উড়িয়ে দেয়।

বুধবার আমাজনের আমাজনের পক্ষ থেকে বলা হয়, এটি খুবই অসাধারণ হবে। অসাধারণ উচ্চমানের গল্পগুলো তুলে ধরার চমৎকার একটি সুযোগ।

এর মাধ্যমে হলিউডের সবচেয়ে বড় বেচা-কেনার অংশ নিল ই-কমার্স থেকে কনটেন্টের বাজারে পা রাখা জেফ বেজোসের আমাজন ।

এ চুক্তির বলে শুধু সিনেমা ও টিভি লাইব্রেরিই নয়, এমজিএমের প্রিমিয়াম ক্যাবল নেটওয়ার্ক ইপিক্স চলে আসবে আমাজনের হাতে। যদিও বছরের শুরুর দিকে নতুন স্ট্রিমিং প্ল্যাটফর্ম প্যারামাউন্ট প্লাসের সঙ্গে চুক্তি করেছে ইপিক্স।

২০১৯ সালে স্থানীয় বাজারে এমজিএম আয় করে ২ কোটি ৩০ লাখ ডলার। এরপর করোনার কারণে নতুন কোনো ছবি মুক্তি দেয়নি স্টুডিওটি। এর মধ্যে একাধিকবার পিছিয়ে গেছে জেমস বন্ড সিরিজের ২৫তম ছবি ‘নো টাইম টু ডাই’। ধারণা করা হচ্ছে, এ ছবি ব্যবসার নিরিখে নতুন রেকর্ড গড়তে পারে। ছবিটি অক্টোবরে রিলিজ হওয়ার কথা রয়েছে। এ ছাড়া মুক্তির মিছিলে আছে ‘ক্রিড থ্রি’ ও ‘হাউস অব গুচি’র মতো আলোচিত ছবি।

সাম্প্রতিক বছরগুলোতে হলিউডে একাধিক প্রতিষ্ঠানের স্বত্ব স্থানান্তর হয়েছে। সর্বশেষ এটি অ্যান্ড টি’র সঙ্গে ডিসকোভারির একটি চুক্তি আলোচনায় ছিল। এরপর এলো আমাজন ও এমজিএমের এক হওয়ার খবর। এ ছাড়া ছোট প্রতিষ্ঠানগুলোর বড় সংস্থার অংশ হয়ে ওঠা তেমন আর আলোচনায় আসে না।

হলিউডের অন্যতম পুরোনো স্টুডিও এমজিএম। তাদের বিস্তৃত লাইব্রেরিতে রয়েছে অনেক ক্ল্যাসিক সিনেমা ও টিভি শো। এর মধ্যে রয়েছে ৪ হাজার সিনেমা ও ১৭ হাজার ঘণ্টার টিভি অনুষ্ঠান।

হলিউডের অন্যতম জায়ান্ট আমাজন ২০২০ সালে সিনেমা, টিভি শো ও গানের জন্য বিনিয়োগ করেছে ১১ বিলিয়ন ডলার।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments