Saturday, April 20, 2024
HomeScrolling৫০ হাজার পরিবারের এক মাসের খাবারের ব্যবস্থা করবে ডিএসসিসি

৫০ হাজার পরিবারের এক মাসের খাবারের ব্যবস্থা করবে ডিএসসিসি

করোনাভাইরাসের পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে নিম্ন আয়ের এবং হতদরিদ্র ৫০ হাজার পরিবারের এক মাসের খাবারের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

শুক্রবার গুলিস্তান এলাকায় জীবাণুনাশক ছিটানো কার্যক্রম পরিদর্শনে এসে মেয়র এ ঘোষণা দেন। তিনি বলেন, শনিবার থেকে এ খাবার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হবে। সিটি করপোরেশনের কোষাগার থেকে এর ব্যয় নির্বাহ করা হবে।

এ সময় দুর্দিনে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে দেশের বিত্তবানদের প্রতি আহ্বান জানান সাঈদ খোকন।

তিনি বলেন, কোনো নাগরিক যদি বাসা থেকে আমাদের হটলাইনে ফোন করে তিনি খাবার সংকটে রয়েছেন বলে জানান, তাহলে আমরা তার বাসায় খাবার পৌঁছে দেব। এ জন্য আমাদের নির্বাচিত কাউন্সিলর ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের সমন্বয়ে একটি টিম গঠন করা হয়েছে তারা এরই মধ্যে কাজ শুরু করেছেন।

নগরবাসীর হোম কোয়ারেন্টাইনে নিশ্চিত করতে ডিএসসিসির সাতজন ম্যাজিস্ট্রেট নিয়ে গঠিত একটি কমিটি কাজ করছে জানিয়ে মেয়র বলেন, আমি আমার সম্মানিত নগরবাসীদের আহ্বান জানাব তারা যেন বাড়ি থেকে বের না হন।

এ সময় শতাধিক রিকশাচালক ও নিম্ন আয়ের মানুষের মধ্যে নগদ অর্থও বিতরণ করেন মেয়র খোকন। তিনি বলেন, আমার মেয়াদ থাকুক আর নাই থাকুক আমি সব সময় নগরবাসীর পাশে আছি এবং থাকব। আপনারা আমাকে সব সময় পাশে পাবেন।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments