Tuesday, April 16, 2024
HomeScrolling৫০ বছর আগের চরিত্রে নুসরাত ফারিয়া

৫০ বছর আগের চরিত্রে নুসরাত ফারিয়া

অনলাইন ডেস্ক।। 

এপ্রিলে মুক্তি পেয়েছিল শিহাব শাহীন পরিচালিত ‘যদি কিন্তু তবুও’। এর মাধ্যমে ওয়েব ফিল্মে অভিষেক হয় নুসরাত ফারিয়ার, বিপরীতে ছিলেন জিয়াউল ফারুক অপূর্ব। তখন গ্ল্যামারাস অবতারের পাশাপাশি অভিনয়ের জন্য প্রশংসিত হন এ অভিনেত্রী।

এবার এলো দ্বিতীয় ওয়েব ফিল্ম ‘গুনিন’-এর ঘোষণা। পরিচালনা করছেন গিয়াসউদ্দিন সেলিম।

সংবাদমাধ্যম জানায়, আগস্টের মাঝামাঝি ছবিটির শুটিং শুরুর কথা রয়েছে। এতে রাবেয়া নামে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে নুসরাত ফারিয়াকে।

এখনো আনুষ্ঠানিক চুক্তি না হলেও পরিচালকের সঙ্গে মৌখিকভাবে কথাবার্তা চূড়ান্ত হয়েছে।

গল্পটি প্রায় ৫০ বছর আগের। তখনকার রক্ষণশীল গ্রামীণ সমাজের মুসলমান একজন নারী রাবেয়া।

এ প্রসঙ্গে ফারিয়া বলেন, “এ কাজ নিয়ে প্রায় দুই মাস ধরে সেলিম ভাইয়ের সঙ্গে কথা হচ্ছে। গল্পটি খুব সুন্দর। রাবেয়া চরিত্রটিও আমার পছন্দ হয়েছে।”

পরিচালক গিয়াসউদ্দিন সেলিমের বিশ্বাস, রাবেয়া চরিত্রটি নুসরাত ফারিয়ার জন্য নতুন হলেও তিনি সুবিচার করতে পারবেন।

‘গুনিন’-এর চিত্রনাট্য তৈরি হচ্ছে হাসান আজিজুল হকের একই নামের ছোটগল্প থেকে। এটি প্রচার হবে স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments