Saturday, April 20, 2024
HomeScrolling৪৮ মিনিটে বাজেট পেশ

৪৮ মিনিটে বাজেট পেশ

করোনা দূর্যোগের মাঝেই সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২০-২১ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন। করোনা মহামারি তৈরি হওয়া মোকাবিলায় লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করতে তিনি সময় নেন মাত্র ৪৮ মিনিট।

বৃহস্পতিবার (১১ জুন) বিকালে জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নতুন অর্থবছরের ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা’ শীর্ষক বাজেট পেশ করেন।

এর আগের বছরগুলোর বাজেট পেশে ৩ থেকে ৫ ঘণ্টার মতো সময় নিয়েছিলেন অর্থমন্ত্রীরা। তবে এবার করোনা পরিস্থিতিতে বাজেট পেশ হয় সংক্ষিপ্ত পরিসরে।

সংসদ সচিবালয় জানায়, বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট পেশে ৪৮ মিনিট সময় নেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময়ের মধ্যেই অর্থবিল ২০২০ পেশ করেন তিনি। এত সংক্ষিপ্ত সময়ে আগে কখনো বাজেট পেশ হয়নি।

বাজেটের বক্তৃতা ছিল ১৩০ পৃষ্ঠার। অর্থমন্ত্রী ৮ মিনিটের মতো বাজেট পাঠ করেন। বাজেটের ওপর বক্তব্য দেন ৪০ মিনিট। এবারই প্রথম পুরো ডিজিটাল পদ্ধতিতে বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments