Friday, March 29, 2024
HomeScrolling২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু রেকর্ড ২৩০

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু রেকর্ড ২৩০

অনলাইন ডেস্ক।।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ২৩০ জনের মৃত্যু হয়েছে। এটিই দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৬ হাজার ৪১৯ জন মারা গেছেন।

রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

একই সময়ে দেশে করোনাভাইরাস আক্রান্ত ১১ হাজার ৮৭৪ জনকে শনাক্ত করা হয়েছে। একদিনে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ শনাক্ত। এখন পর্যন্ত ১০ লাখ ২১ হাজার ১৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৪০ হাজার ১৫টি নমুনা পরীক্ষা করে আরও ১১ হাজার ৮৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ৬৭ শতাংশ।

আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৩০ জনের মধ্যে ১৩৩ জন পুরুষ ও ৯৭ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে সাত জনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, ১৯ জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ৪২ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ৫১ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ১১১ জন।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬৬ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। এরপর ঢাকা বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৫৬ জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ বিভাগে এ সময়ে সবচেয়ে কম পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও, চট্টগ্রাম বিভাগে ৩৯ জন, রাহশাহী বিভাগে ২৬ জন, রংপুর বিভাগে ২২ জন এবং বরিশাল ও সিলেট বিভাগে আট জন করে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ছয় হাজার ৩৬২ জন। মোট সুস্থ হয়েছেন আট লাখ ৭৪ হাজার ৫০১ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৬৫ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৬৪ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৬১ শতাংশ।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments