Thursday, April 25, 2024
HomeScrollingস্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে নির্বাচন আয়োজন করছি: সিইসি

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে নির্বাচন আয়োজন করছি: সিইসি

মাদারীপুর প্রতিনিধি |

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে নির্বাচনের আয়োজন করছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

তিনি বলেন, নির্বাচন করোনা সংক্রমণের একমাত্র মাধ্যম না। করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনা করে মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

রবিবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের প্রশ্নে এসব বলেন।

কে এম নুরুল হুদা বলেন, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে নির্বাচনের আয়োজন করছি। যেসব এলাকায় করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি সেখানে নির্বাচন স্থগিত রাখা হয়েছে। ভোটারদের মধ্যে দিন দিন ইভিএমের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। এমনকি জনপ্রতিনিধিরাও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ইভিএম পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন।

তিনি বলেন, যেসব এলাকায় বর্তমানে করোনার প্রভাব কম কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিধিনিষেধ নেই সেখানে নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রধান নির্বাচন কমিশনার আরো বলেন, গত ২১ এপ্রিল প্রথম ধাপে ইউনিয়ন পর্যায়ে নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনার জন্য তা পিছিয়ে ২১ জুন দিন ধার্য করে নির্বাচন কমিশন। ৩৭১ ইউনিয়ন পরিষদ নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতি বেড়ে যাওয়ায় দু শ ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হবে নির্বাচন।

তিনি বলেন, ইভিএমের মাধ্যমে লক্ষ্মীপুর-২ সংসদীয় আসনের উপনির্বাচন ও ১১ পৌরসভার ভোটগ্রহণ হবে। এ ছাড়া দু শ ইউনিয়নের মধ্যে সীমিতসংখ্যক ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইলেকট্রনিক পদ্ধতিতে ভোটগ্রহণ হচ্ছে। নির্বাচনের আগে ও পরে যাতে কোনো সহিংসতা না হয় সে জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব ও আঞ্চলিক নির্বাচন কমিশনার মোস্তফা ফারুক, জেলা পুলিশ সুপার গোলাম মস্তফা রাসেল, জেলা নির্বাচন কমিশনার মো. মনিরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগামী ২১ জুন জেলার শিবচর উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments