Saturday, April 20, 2024
HomeScrollingস্ত্রী-সন্তান রেখে প্রবাসী নারীর সঙ্গে পালালেন স্বামী

স্ত্রী-সন্তান রেখে প্রবাসী নারীর সঙ্গে পালালেন স্বামী

অনলাইন ডেস্ক।।

বগুড়ার দুপচাচিয়ার এক ব্যক্তি তার দুই সন্তান ও স্ত্রীকে ফেলে আমেরিকার প্রবাসী নারীর সঙ্গে পালিয়ে বিয়ে করেছেন। প্রথম স্ত্রীর অভিযোগে ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৯ জুলাই) পুলিশ সদরদফতরের এআইজি (মি‌ডিয়া অ্যান্ড পাব‌লিক রি‌লেশন্স) মো. সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বগুড়ার দুপচাচিয়া থেকে দুই সন্তানের জননী এক নারী বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংকে বার্তা পাঠিয়ে সহযোগিতা চান। তিনি বার্তায় বলেন, তার স্বামী আমেরিকা প্রবাসী এক নারীর সাথে অনলাইনে পরিচিত হয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এ বিষয়ে তিনি কাউকে কিছু টের পেতে দেননি। তবে ক্রমশই তার নিপীড়ন ও নির্যাতনের মাত্রা বেড়ে যাচ্ছিল। এরই মাঝে একদিন তার স্বামী তাকে ও তার দুই শিশু সন্তানকে ফেলে চলে যান।

সোহেল রানা বলেন, খোঁজ নিয়ে ওই নারী জানতে পারেন আমেরিকা প্রবাসী সেই বাংলাদেশি নারী বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। তার স্বামী ওই প্রবাসী নারীকে বিয়ে করেছেন। দুই শিশু সন্তান নিয়ে প্রথম স্ত্রী মানবেতর জীবনযাপন করছেন। বাধ্য হয়ে দুই সন্তানসহ গ্রামের বাড়ি দুপচাচিয়ায় বাবা-মায়ের কাছে আশ্রয় নিয়েছেন।

তিনি আরও বলেন, বার্তায় তিনি স্বামীকে ফিরে পেতে বাংলাদেশ পুলিশের কাছে সহযোগিতা চান। বার্তা পেয়ে তাকে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং জানায়, পুলিশ তার পাশে বন্ধুর মতো থাকবে এবং তার সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করবে। এরপর বার্তাটি নওগাঁ সদর থানার ওসি মো. নজরুল ইসলাম জুয়েলকে পাঠিয়ে এ বিষয়ে ওই নারী ও তার সন্তানদের আইনসম্মত অধিকার নিশ্চিত করার জন্য নির্দেশনা ও প্রয়োজনীয় পরামর্শ দেয় মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং।

মো. সোহেল রানা বলেন, বার্তাটি পেয়ে আন্তরিকতার সঙ্গে ওই নারীর পাশে দাঁড়ান নওগাঁ সদর থানার ওসি মো. নজরুল ইসলাম জুয়েল।

প্রাথমিক তদন্তে জানা যায়, ওই স্বামী আমেরিকা প্রবাসী নারীকে ইতোমধ্যে বিয়ে করেছেন। তিনি কোনোভাবেই প্রথম স্ত্রী ও সন্তানদের কাছে ফিরবেন না। এ তথ্য জেনে ভুক্তভোগী স্ত্রী অভিযোগ দায়েরের ইচ্ছা ব্যক্ত করেন। পরে ভুক্তভোগী নারী তার ও তার সন্তানদের ওপর করা নির্যাতন ও নিপীড়নের কথা উল্লেখ করে প্রাসঙ্গিক প্রমাণাদি উপস্থাপন করে নওগাঁ সদর থানায় অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে অভিযুক্ত স্বামীকে আটক করা হয়। অভিযুক্ত স্বামীকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত।

 

সূত্র-ঢাকা পোস্ট
RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments