Friday, April 26, 2024
Homeআন্তর্জাতিকসৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপন

সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপন

অনলাইন ডেস্ক।।

নভেল করোনাভাইরাসের এই কঠিন সময় কাটিয়ে পৃথিবী যেন দ্রুত আগের অবস্থায় ফিরে আসে, সেই প্রার্থনায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।

মঙ্গলবার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে মক্কার পবিত্র কাবা শরীফ ও মদিনা মসজিদে নববীতে। অন্য বছরের মতো এবার খোলা মাঠে কোনো ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী, স্বাস্থ্যবিধি মেনে মসজিদে মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল নাজমুল হক, কাউন্সিলর হজ জহিরুল ইসলাম, কাউন্সিলর( শ্রম) মোঃ আমিনুল ইসলামসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি এ বছর হজ পালন করেছেন বলে জানা গেছে।

গতকাল হাজিরা  আরাফাতে  থেকে মুজদালিফায় পৌঁছে রাত্রিযাপন করে আজ সকালে ফজরের নামাজ আদায় করে মিনায় এসে ৭টি কংকর নিক্ষেপ করেছেন।

তবে অনুমতি ছাড়া হজব্রত পালনের চেষ্টা করায় ১৬০ জনের বেশি স্থানীয় এবং প্রবাসীকে আটক করেছে সৌদি আইনশৃঙ্খলা বাহিনী।

সৌদি সরকার প্রথম থেকেই সতর্ক করে দিয়েছিল অনুমতি ছাড়া কাউকে হজব্রত পালন না করতে।

মধ্যপ্রাচ্যের বাইরে ফিলিপাইন, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াতেও ঈদুল আজহা উদযাপিত হচ্ছে আজ।  ইউরোপ আর আফ্রিকার কয়েকটি দেশেও ঈদ উদযাপিত হচ্ছে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments