Friday, March 29, 2024
Homeগাইবান্ধাসোনালী ব্যাংক পলাশবাড়ী শাখা হতে ভূয়া চেক ও স্বাক্ষরে ৫২ হাজার টাকা...

সোনালী ব্যাংক পলাশবাড়ী শাখা হতে ভূয়া চেক ও স্বাক্ষরে ৫২ হাজার টাকা উধাও..!

 আমিরুল ইসলাম কবিরঃ

সোনালী ব্যাংক গাইবান্ধা জেলার পলাশবাড়ী শাখা হতে ভূয়া চেক স্বাক্ষরে ৫২ হাজার টাকা উধাও। ঘটনাটি ঘটেছে,গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শহরের সোনালী ব্যাংক শাখায় । ভুক্তভোগী মোছাঃ রওশনারা বেগম জানান,তার বাড়ি পলাশবাড়ী উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়নের শ্রীখন্ডি গ্রামে। তার স্বামী মৃত সাদেকুল ইসলাম বাদশা বাংলাদেশ পুলিশে চাকুরী করতেন । স্বামীর মৃত্যুর কারনে পেনশনের টাকা উত্তোলণের জন্য পলাশবাড়ী সোনালী ব্যাংক শাখায় গত ১৫/০৯/২০২০ইং তারিখে সঞ্চয়ী একাউন্ট খোলেন ।

ওই বছরের ১৯/১১/২০২০ ইং তারিখে ১০ পাতার একটি চেক বই হাতে পান। এরপর প্রতি মাসে তিনি ওই একাউন্ট হতে পেনশনের টাকা উত্তোলণ করে আসছিলেন । গত ১২/০৭/২০২১ ইং তারিখ তিনি শারীরিকভাবে অসুস্থ থাকায় তার মেয়ে মামুনিকে একটি চেকের পাতায় স্বাক্ষর করে টাকা উত্তোলণের জন্য ব্যাংকে পাঠান। তার মেয়ে মামুনি ব্যাংকে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তার কাছে জানতে চান এই একাউন্টে কত টাকা আছে,জবাবে ব্যাংক কর্মকর্তা জানান ১৪ হাজার টাকা আছে। তখন তার মেয়ে পাশের চেয়ারে বসে চেকের পাতায় টাকার অংক ও তারিখ বসায় এবং চেকটি জমা করার জন্য লাইনে দাঁড়ায় । চেকটি হাতে পেয়ে ব্যাংক কর্মকর্তা জানান,এই একাউন্টে মাত্র ১ হাজার টাকা আছে। কিছুক্ষণ আগেই এই অ্যাকাউন্ট হতে ১৩ হাজার টাকা উত্তোলন করা হয়েছে। তখন তার মেয়ে জানতে চায় ১০ মিনিটের ব্যবধানে কে কিভাবে এই একাউন্ট হতে ১৩ হাজার টাকা উঠিয়ে নিল ? ব্যাংক কর্মকর্তা লেনদেন সংক্রান্ত স্টেটমেন্ট কাগজ উঠিয়ে বলেন এই একাউন্টের বিপরীতে দুইটি চেক বই ইস্যু হয়েছে প্রথমটি ১০/১১/২০২০ইং তারিখ ও ২য় টি ১৯/১১/২০২০ইং তারিখ। ভুক্তভোগী জানান,প্রথম চেক বইটি কে বা কারা তার চেক হাতে পাবার ও ৯ দিন আগে উঠিয়ে নিয়েছে যা সম্পর্কে তিনি জানেন না । পরে ব্যাংক স্টেটমেন্ট যাচাই করে জানতে পারেন ০৭/০২/২০২১ইং তারিখ হতে সর্বশেষ ১২/০৭/২০২১ইং তারিখ পর্যন্ত ভূয়া ওই চেক বইয়ের ৭টি পাতা ব্যবহার করে ভূয়া স্বাক্ষরের মাধ্যমে বিভিন্ন অংকের সর্বমোট ৫২,০০০/-(বায়ান্ন হাজার) টাকা তার একাউন্ট থেকে চুরি করা হয়েছে। এ বিষয়ে কথা বলার জন্য ঘটনার ২ দিন পর ব্যাংক ম্যানেজারের সাথে যোগাযোগ করলে,ম্যানেজার বিষয়টি বাইরে কাউকে না জানানোর জন্য অনুরোধ করেন এবং বিষয়টি সমাধানে আন্তরিকভাবে চেষ্টা করবেন বলে জানান । পরবর্তীতে তার চুরি যাওয়া টাকার কোনো হদিস মিলেছে কিনা জানতে গত ০৯/০৮/২০২১ ইং তারিখ ব্যাংকের উপস্থিত হলে জানতে পারেন পূর্ববর্তী ম্যানেজারের বদলিজনিত কারনে নতুন ম্যানেজার জয়েন করেছেন। নতুন ম্যানেজারকে বিষয়টি অবগত করলে তিনি দ্রুত একটি লিখিত অভিযোগ দিতে বলেন।পরে ভুক্তভোগী ওই নারী সোনালী ব্যাংক পলাশবাড়ী উপজেলা শাখা ম্যানেজার বরাবর একটি লিখিত অভিযোগ দেন।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments