Saturday, April 20, 2024
HomeScrollingসিলেট থেকে ট্রেন চলাচল শুরু

সিলেট থেকে ট্রেন চলাচল শুরু

অনলাইন ডেস্ক।

বন্যা পরিস্থিতিতে শনিবার বন্ধ হয়ে যায় ঢাকা-সিলেট রেলপথ। অবস্থা কিছুটা উন্নতি হওয়ার পর এ পথে ট্রেন চলাচল শুরু হয়েছে।

রেলওয়ের বিভাগীয় ট্রান্সপোর্ট অফিসার খায়রুল কবির রবিবার দুপুরে সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেন। তিনি বলেন, ১২টা ৫৫ মিনিটের দিকে এই রুটে ট্রেন চলাচল শুরু হয়।

তিনি বলেন, ‘ঢাকা-সিলেট রেলপথে বন্যার পানি কিছুটা কমেছে। ফলে ৩টি লাইন ব্যবহার উপযোগী হয়েছে।’

এর আগে শনিবার সিলেট রেলস্টেশনে বন্যার পানি ঢুকে পড়ায় স্টেশনটি বন্ধ ঘোষণা করা হয়।

ওই সময় মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার (ভারপ্রাপ্ত) মুহিব উদ্দিন আহমদ জানান, সিলেট রেলস্টেশনের মূল প্ল্যাটফর্মে পানি প্রবেশ করায় ওই স্টেশনে কোনো ট্রেন প্রবেশ করছে না।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments