Friday, March 29, 2024
HomeScrollingসালাহদের দায়িত্ব ছাড়লেন কোচ কুইরোজ

সালাহদের দায়িত্ব ছাড়লেন কোচ কুইরোজ

অনলাইন ডেস্ক |

মিশর জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন কার্লোস কুইরোজ। কাতার বিশ্বকাপে খেলা হচ্ছেন না মোহামেদ সালাহদের। তারপরও দলের কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়ার কথা জানিয়েছিলেন কুইরোজ। কিন্তু হঠাৎ করেই সোমবার দল ছাড়ার ঘোষণা দেন এই পর্তুগিজ কোচ।

৬৯ বছর বয়সী কুইরোজের সঙ্গে মিশরের চুক্তি বাকি ছিল আরও ছয় মাস। গত সেপ্টেম্বরে দলের দায়িত্ব নেওয়ার পর বিশ্বকাপের বাছাইপর্বে তার অধীনে মাঠে নেমেছিল মিশর। গত মাসে প্লে-অফে সেনেগালের বিপক্ষে টাইব্রেকারে হেরে ২০২২ বিশ্বকাপে খেলার স্বপ্নভঙ্গ ঘটে তাদের।

কুইরোজের অধীনে মিশর ডিসেম্বরে আরব কাপের সেমিফাইনালে খেলেছিল। ফেব্রুয়ারিতে আফ্রিকান নেশনস কাপের ফাইনালেও টাইব্রেকারে হেরে যান সালাহরা।

মিশরের দায়িত্ব ছাড়া নিয়ে টুইটার বার্তায় কুইরোজ লেখেন, ‘মিশরীয় সমর্থক, আমার বন্ধু, দুর্দান্ত একটি দলের অসাধারণ কোচিং স্টাফ ও আমার প্রিয় খেলোয়াড়দের উদ্দেশ্যে বলছি প্রতিটি নতুন শুরুর একটি বেদানাদায়ক বিদায় থাকে। এর মাধ্যমে একজনের প্রতি অন্যজনের শ্রদ্ধাবোধ, বন্ধুত্ব, কৃতজ্ঞতা প্রকাশ পায়। এই মুহূর্তে এটাই আমার অনুভূতি।’

মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, তারা এ ব্যাপারে কুইরোজের সঙ্গে আলোচনা করবেন। আগামী জুনে আফ্রিকান নেশনস কাপের বাছাইপর্বের আগে নতুন কোচ নিয়োগ দেওয়ার চেষ্টা করা হবে বলেও জানায় তারা।

দীর্ঘ কোচিং ক্যারিয়ারে ৬টি দেশের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন কুইরোজ। ক্লাব ফুটবলে তিনি রিয়াল মাদ্রিদের প্রধান কোচ ছাড়াও ম্যানচেস্টার ইউনাইটেডে স্যার অ্যালেক্স ফার্গুসনের সহকারী হিসেবে কাজ করেছেন।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments