Tuesday, March 19, 2024
HomeScrollingসরকারি কর্মকর্তাদের স্যুট-কোট না পরার পরামর্শ প্রধানমন্ত্রীর

সরকারি কর্মকর্তাদের স্যুট-কোট না পরার পরামর্শ প্রধানমন্ত্রীর

২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে এসি না চালানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে শীতাতপ নিয়ন্ত্র যন্ত্র (এসি) এড়াতে অফিসে দায়িত্ব পালনকালে স্যুট-কোট না পরারও পরামর্শ দিয়েছেন তিনি।

রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এমন পরামর্শ দেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন সরকারপ্রধান।

সভায় ১৫ হাজার ৮৫৫ কোটি টাকা ব্যয়সাপেক্ষ ৮টি প্রকল্প অনুমোদন দেয়া হয়।

একনেক সভা শেষে ব্রিফিং-এ প্রধানমন্ত্রীর এমন অনুশাসন তুলে ধরে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ‘প্রধানমন্ত্রী একনেকে একথা আগেও বলেছেন। সভায় তিনি বলেন, আপনারা যে যার মতো করে বিদ্যুৎ সাশ্রয় করবেন।

‘প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তাদের অফিস চলাকালীন এসি ২৪ (ডিগ্রি সেলসিয়াস)-এর নিচে না নামানোর নির্দেশ দিয়েছেন এবং অফিস থেকে বের হওয়ার সময় অবশ্যই এসি বন্ধ করে যেতে বলেছেন।

‘কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন- সামারে (গরমকালে) আপনারা স্যুট-কোট পরবেন না। শীতকালে এ ধরনের পোশাক পরতে বলেছেন তিনি। তবে আনুষ্ঠানিক কোনো অনুষ্ঠান হলে, কোনো বিদেশি অতিথি থাকলে সেক্ষেত্রে এ ধরনের পোশাক পরা যাবে।’

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘একনেক সভায় দেশের বিদ্যমান পরিস্থিতিতে বিভিন্ন ধরনের সাশ্রয় নিয়ে কথা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তাদের স্যুট-কোট না পরার নির্দেশ দিয়েছেন।’

তিনি বলেন, ‘সরকারের নেয়া উন্নয়ন প্রকল্পগুলোতে মিতব্যয়ী হতে এবং অপচয় কমানোরও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সে সঙ্গে মন্ত্রিসভার সদস্য, সরকারের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীকে সব ধরনের অপচয় কমিয়ে মিতব্যয়ী হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

সমসাময়িক বিভিন্ন সমস্যা নিয়ে একনেক সভায় আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন ধরনের অপচয় ও দুর্নীতির বিরুদ্ধে আরও সজাগ হওয়ার নির্দেশ দিয়ে সরকার এবং সরকারের বাইরেও সতর্ক থাকতে গুরুত্বারোপ করেছেন।’

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments