Thursday, March 28, 2024
HomeScrollingলকডাউনে বন্ধ থাকবে যাত্রীবাহী ট্রেন

লকডাউনে বন্ধ থাকবে যাত্রীবাহী ট্রেন

লকডাউনে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

শনিবার বিকেলে দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘লকডাউনে জরুরি খাদ্যবাহী ট্রেন ছাড়া সব প্রকার যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে।’

অগ্রিম বিক্রি হওয়া টিকিটের বিষয়ে রেলমন্ত্রী বলেন, ‘টিকিট যদি অগ্রিম বিক্রি করা থাকে, সে ক্ষেত্রে অবশ্যই টাকা ফেরত দিয়ে দেওয়া হবে।’

পরবর্তী করণীয় সম্পর্কে তিনি আরও বলেন, ‘সরকার যেভাবে নির্দেশনা দেবে, আমরা সেটাই পালন করবো।’

এর আগে করোনা পরিস্থিতির অবনতির কারণে সোমবার থেকে সাত দিনের জন্য লকডাউনের সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নিজের সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, কভিড-১৯ সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় আগামী সোমবার ৫ এপ্রিল থেকে সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করতে যাচ্ছে সরকার।

পরে গণমাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, লকডাউনে জরুরি সেবা দেয়- এমন প্রতিষ্ঠানগুলোই শুধু খোলা থাকবে। জরুরি সেবা প্রতিষ্ঠানের বাইরে শুধুমাত্র শিল্পকারখানা খোলা থাকবে। শ্রমিকেরা স্বাস্থ্যবিধি মেনে শিফট অনুযায়ী কাজ করবেন।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments