Saturday, April 20, 2024
HomeScrollingরাষ্ট্রের মালিকানা দেশের জনগণের কাছে নেই -ওয়ারেছ আলী মামুন

রাষ্ট্রের মালিকানা দেশের জনগণের কাছে নেই -ওয়ারেছ আলী মামুন

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন বলেছেন, বাংলাদেশের রাষ্ট্রের মালিকানা দেশের জনগণের কাছে নেই। আজকে রাষ্ট্রের মালিক হয়েছে আওয়ামী লীগ নামক একটি শাসকগোষ্ঠি। আজ দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে এই সরকার।

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুধবার বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জামালপুর পৌর বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে।

জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে বিএনপিনেতা শাহ্ ওয়ারেছ আলী মামুন আরও বলেন, সাড়ে ৮ হাজার বেকার যুবক তরুণদেরকে কাতারসহ বিশে^র বিভিন্ন দেশের শ্রমবাজারে পাঠিয়ে আন্তর্জাতিক শ্রমবাজারের যাত্রা শুরু করেছিলেন জিয়াউর রহমান। যার সুবাদে আজ লক্ষ লক্ষ বেকার যুবক তরণ বিশে^র বিভিন্ন দেশে শ্রমিক হিসেবে কাজ করে টাকা উপার্জন করছে। সেই টাকা বাংলাদেশে পাঠানোর কারনে আজ দেশ অর্থনীতি একটি ভিত্তির উপর দাড়িয়ে আছে। বাংলাদেশে বড় অর্থনীতির মুল চালিকা শক্তি হলো গার্মেন্টস শিল্প। সেই গার্মেন্টস শিল্পের প্রথম শুভ সূচনা করেছিলেন জিয়াউর রহমান। কৃষিতে বিপ্লবের কথা বলা হয়, জিয়াউর রহমানের শাসনামলে এক ফসলের দেশ থেকে তিন ফসলের দেশে রুপান্তরিত করেছিলেন। কলের লাঙ্গল, সেলু মেশিনসহ আধুনিক যন্ত্রপাতি সর্বপ্রথম জিয়াউর রহমান এনেছিলেন।

ওয়ারেছ আলী মামুন বলেন, আজ বিএনপি যখন মানুষের অধিকার নিয়ে কথা বলছে, তখন তাদের উপর হামলা করা হয়, মামলা দিয়ে জেলে পাঠানো হচ্ছে। আগামী দিনে মামলা, হামলা করে কোন লাভ হবেনা।
তিনি আগামী দিনে নিরপেক্ষ সরকারে অধীনে জাতীয় নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রামে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

জামালপুর পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট ফজলুল হক, জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজিব, সহসাংগঠনিক সম্পাদক মাইন উদ্দিন বাবুল, শহর বিএনপির সাবেক যুগ্মআহবায়ক মমিনুর রহমান মমিন প্রমুখ।

আলোচনা শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া পরিচালনা করেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম রব্বানী।

 

LN24BD

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments