Thursday, April 25, 2024
Homeমতামতরাশিয়ায় দার্শনিক ক্যান্টকে নিয়ে তর্কের জের ধরে গোলাগুলি

রাশিয়ায় দার্শনিক ক্যান্টকে নিয়ে তর্কের জের ধরে গোলাগুলি

আঠারো শতকের বিখ্যাত দার্শনিক ইমানুয়েল ক্যান্ট ও তার তত্ত্ব নিয়ে তর্কাতর্কির জের ধরে গোলাগুলির ঘটনা ঘটেছে রাশিয়ায়। দেশটির দক্ষিণাঞ্চলের রোস্তভ অন ডন শহরের একটি নিত্যপণ্যের দোকানে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুই ব্যক্তির তর্কাতর্কির একপর্যায়ে গুলি চালানো হয়। ক্রিটিক অফ পিওর রিজনের রচয়িতা দার্শনিক ক্যান্টকে নিয়েই তর্কের সূচনা বলে জানিয়েছে রুশ সংবাদ সংস্থা আর আই এ।

খবরে জানানো হয়, তর্কাতর্কির একপর্যায়ে সন্দেহভাজন পকেট থেকে পিস্তল বের করে বিপক্ষের ব্যক্তিকে লক্ষ্য করে কয়েক দফা গুলি ছোঁড়ে। পিস্তলে রাবার বুলেট ছিল। আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তার অবস্থা এখন আশংকামুক্ত।

আধুনিক দর্শনবিদ্যার অন্যতম পুরোধা ক্যান্ট কোয়েনিগসবার্গে বসবাস করতেন। বর্তমানে এটি রাশিয়ার কালিনিনগ্রাদ শহরে পড়েছে। রাশিয়ায় এখনো তার দর্শন নিয়ে আলোচনা হয়, মদের টেবিলের আড্ডাও তার ব্যতিক্রম না। তবে তার দর্শন নিয়ে তর্কের জের ধরে গোলাগুলির ঘটনা একেবারেই বিরল।

সুত্র: রয়টার্স

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments