Tuesday, April 23, 2024
HomeScrollingরাশিয়ার ভ্রমণ প্যাকেজে টিকা নেয়ার সুযোগ

রাশিয়ার ভ্রমণ প্যাকেজে টিকা নেয়ার সুযোগ

রাশিয়ায় ঘুরতে গেলে দিল্লির একটি পর্যটন সংস্থা টিকা নেয়ার অভিনব সুযোগ যোগ করেছে তাদের ট্যুর প্যাকেজে।

সংস্থাটি বলছে, দুটি টিকার মাঝের সময়টিতে বিদেশ ভ্রমণ হয়ে যাবে।

ভারতে সবেমাত্র রাশিয়ার কভিড টিকা স্পুটনিক ভি-র ব্যবহার শুরু হয়েছে। রাশিয়ার এই টিকা নিতে আগ্রহও তৈরি হচ্ছে। ভারতীয়দের মধ্যে বাড়তে থাকা চাহিদার কথা মাথায় রেখে দিল্লির ওই পর্যটন সংস্থা মস্কোর একটি প্যাকেজ ট্যুর-এর সুযোগটি এনেছে।

২৪ দিনের সেই প্যাকেজ ট্যুরের মধ্যে টিকার পাশাপাশি পর্যটনেরও ব্যবস্থা রাখা হয়েছে। এর জন্য খরচ করতে হবে ১ লাখ ৩০ হাজার টাকা।

স্পুটনিক ভি-র প্রথম এবং দ্বিতীয় টিকার ব্যবধানের সময়টাতেই পর্যটনস্থলগুলো ঘুরিয়ে দেখানো হবে।

পর্যটন সংস্থার এক কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, মস্কোয় পৌঁছানোর পর দিনই প্রথম টিকা দেওয়া হবে। ইতিমধ্যে ৩০ জনের একটি দলকে গত ১৫ মে মস্কোয় নিয়ে যাওয়া হয়েছে। এই দলে বেশির ভাগই গুরুগ্রামের চিকিৎসক।

ওই কর্মকর্তা জানিয়েছেন, প্রথম দলটির প্রথম টিকা নেওয়া হয়ে গেছে। আগামী ২৯ মে দ্বিতীয় দল যাবে। পুরোটাই বুক হয়ে গিয়েছে। এই দলে থাকছেন দিল্লির এক দল চিকিৎসক। এর পর জুনে পরের দল রওনা দেবে।

পর্যটন সংস্থাটি জানিয়েছে, প্রথম তিন দিন সেন্ট পিটার্সবার্গে থাকবে ওই দল। বাকি দিনগুলো মস্কোতেই কাটাবেন পর্যটকেরা।

তাদের দেশে গিয়ে ভারতীয়দের টিকা দেওয়ার ক্ষেত্রে ছাড় দিয়েছে রাশিয়া। এর জন্য শুধুমাত্র দরকার আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট। থাকতে হবে না কোয়ারেন্টাইনেও।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments