Friday, March 29, 2024
HomeScrollingমৌসুম শেষে জুভেন্টাস ছাড়বেন বুফন

মৌসুম শেষে জুভেন্টাস ছাড়বেন বুফন

চলতি মৌসুম শেষে জুভেন্টাস ছাড়ার কথা জানিয়েছেন অভিজ্ঞ গোলরক্ষক জিয়ানলুইজি বুফন।

৪৩ বছর বয়সী কিংবদন্তি গোলরক্ষক জুভদের হয়ে দুই মেয়াদে ১০টি সিরি’আ ও ৪টি ইতালিয়ান কাপ জিতেছেন। ২০০১ সাল থেকে তুরিনের বুড়িদের গোলপোস্ট সামলাচ্ছেন বুফন। মাঝখানে তিনি যোগ দেন প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি)। তবে এক বছরের মাথায় ২০১৯ সালে ফের ফিরে আসেন তুরিনে।

জুভেন্টাস ছাড়ার প্রসঙ্গে বুফন বিন স্পোর্টসকে বলেন, ‘আমরা বৃত্তের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। ছাড়ার জন্য এটাই ঠিক সময় আমার জন্য। জুভদের সঙ্গে এই সুন্দর ও খুব দীর্ঘ অভিজ্ঞতার নিঃসন্দেহে ইতি ঘটবে এই বছর শেষে।’

ইতালির হয়ে ২০০৬ সালে বিশ্বকাপ জেতা বুফন আরও বলেন, ‘হয় আমি খেলা থামাব, অথবা খেলার জন্য যদি স্পৃহার মতো পরিস্থিতি থাকে তবে খেলব বা ভিন্ন অভিজ্ঞতার স্বাদ নেব। এটা বিবেচনায় থাকল। আমার মনে হয়, জুভদের জন্য আমি সবকিছু দিয়েছি। আমি সবকিছু পেয়েছি।’

ইতালির সাবেক গোলরক্ষক ১৭৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। দেশটির শীর্ষ লিগে সর্বোচ্চ ম্যাচ খেলারও রেকর্ডটিও তার। পার্মা ও জুভেন্টাসের হয়ে ৬৫৬টি সিরি’আ ম্যাচ খেলেছেন বুফন।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments