Wednesday, April 24, 2024
HomeScrollingমাদারীপুর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় বিষয়ক মতবিনিময় সভা

মাদারীপুর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় বিষয়ক মতবিনিময় সভা

মাদারীপুর প্রতিনিধি।।

মাদারীপুর জেলা তথ্য অফিসের আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় বিষয়ক মতবিনিময় সভা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদারীপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মাদারীপুর সদর উপজেলার আছমত আলী খান মিলনায়তনের এর হল রুমে দিনব্যাপী মতবিনিময় সভা করা হয়। এসম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ( উপ-সচিব) মোঃ নজরুল ইসলাম।

এসময় প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. নজরুল ইসলাম বলেন, আমরা আগামী ২০৪১ সালের মধ্যে দেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পারবো তবে আপনার, আমার সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। আসুন সবাই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করি এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিন এর সভাপতিত্বে মাদারীপুর জেলা তথ্য অফিসার মো: বেনজীর আহমেদের সঞ্চালনায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষজ ও সদর উপজেলার ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।

 LN24BD

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments