Thursday, April 25, 2024
HomeScrollingমাদারীপুরে হত্যা মামলার আসামীরা নির্ধোষ দাবি করে সংবাদ সম্মেলন

মাদারীপুরে হত্যা মামলার আসামীরা নির্ধোষ দাবি করে সংবাদ সম্মেলন

  • মাদারীপুর প্রতিনিধি।।

মাদারীপুুুর আলোচিত আউয়াল মাতুব্বরের হত্যা মামলার আসামীরা সম্পূর্ণ নির্দোষ দাবি করে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার (১১ মার্চ) দুপুরে মাদারীপুর শহরে সাংবাদিক কল্যান সমিতির হল রুমে এসংবাদ সম্মেলন করে হত্যা মামলার ৫১ জন আসামীর পক্ষে একই মামলার আসামী সালাম বেপারী। তবে মামলার বাদীর পক্ষ থেকে বলা হয় এরাই হত্যা করেছে এবং হত্যা মামলা থেকে বাচার জন্য অন্যদের ফাঁসানোর চেস্টা করছে।

সংবাদ সম্মেলনে সালাম বেপারী জানান, এজাজ আকন কালিকাপুর বাসি থেকে জনবিচ্ছিন্ন হয়ে সাহেব আলী মাতুব্বরকে হত্যা করার পরিকল্পনা করে হত্যা করে।
আর সেই মামলা থেকে বাচার জন্য আউয়ালকে হত্যা করে আমাদের ফাঁসানো হয়েছে। আমরা আউয়াল মাতুব্বরের হত্যা মামলার ৫১ জন আসামীকে সম্পূর্ণ নির্দোষ দাবি করছি। সেই সাথে আউয়াল মাতুব্বরের প্রকৃত খুনিদের খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তির দাবী জানাচ্ছি।

মামালার বাদীর পক্ষের কালিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এজাজ আকন এব্যাপারে বলেন, আমি এঘটনার সাথে কোনভাবেই জড়িত না, আমাকে ফাঁসানোর জন্য এ কর্মকান্ড করেছে। তাছাড়া সাহেব আলী হত্যা মামলায় যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সেখানে আমার কোন নাম ছিল না। যে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে সে বর্তমান হত্যা মামলার আসামী এবং আদলতে বিচারধীন একাধিক মামলা তার নামে রয়েছে। আমি এলাকায় মানুষের পাশে থাকি বলে আমাকে সবসময় ফাঁসানোর চেস্টা করে আসছে। তবে সত্য কোন দিন চাপা থাকে না। সত্যের জয় হবে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. কামরুল ইসলাম চৌধুরী জানান, এই মামলার অনেকেই উচ্চ আদালতের জামিনে আছে বলে জানতে পেরেছি। আমাদের তদন্ত চলমান রয়েছে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments