Saturday, April 20, 2024
HomeScrollingমাদারীপুরে স্বেচ্ছায় ৫০জন রক্তদাতাদের সম্মাননা দিলেন জেলা প্রশাসক

মাদারীপুরে স্বেচ্ছায় ৫০জন রক্তদাতাদের সম্মাননা দিলেন জেলা প্রশাসক

মাদারীপুর প্রতিনিধি।।
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সেচ্ছায় রক্তদাতাদের নিয়ে মাদারীপুরে সেচ্ছাসেবী সংগঠন অদম্য মাদারীপুরে আয়োজনে সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্টসহ সনদপত্র বিতরণের অনুষ্ঠান করা হয়েছে। সোমবার (২২মার্চ) বিকালে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এসময় প্রধান অতিথি হিসাবে মাদারীপুর জেলা প্রশাসক ড.রহিমা খাতুন ৫০জন স্বেচ্ছায় রক্তদাতাকে সম্মাননা ক্রেষ্ট ও সণদপত্র প্রদান করে।

স্বেচ্ছাসেবী সংগঠন “অদম্য মাদারীপুর” এর আয়োজনে অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোঃ এনামুল হক সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, এই সংগঠনের মহৎতি উদ্যোগে দেশের মানুষের অনেক বড় উপকার হবে। আপনার আমার এক ব্যাগ রক্তে যদি একটি মানুষ সুস্থ্য ও বেঁচে যায় তাহলে সেই কাজটি করতে আমাদের সমস্যা কোথায়। আর সেই উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন অদম্য মাদারীপুর। আমি তাদের সংগঠনের সার্বিক সফলতা কামনা করছি।’ এসময় বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. খাইরুল আলম সুমন, অদম্য মাদারীপুর সংগঠনের সাধারন সম্পাদক মো. হযরত আলী, এবং লাইভনিউজ২৪বিডি মিডিয়া পার্টনারে সঞ্চলনায় ছিলেন অদম্য মাদারীপুর সংগঠনের আহবায়ক সোহেল রানা।

 

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments