Friday, March 29, 2024
HomeScrollingমাদারীপুরে সাইফুল নামে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক

মাদারীপুরে সাইফুল নামে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক

জুয়েল শাহাদাত, ডেস্ক রিপোর্ট।।
মাদারীপুরে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে একটি স্টেশনারী ও ক্রোকারীজ এর দোকানে মালামাল ও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সাইফুল ইসলাম সেতু (২৭) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকাল ৯ টার সময় মাদারীপুর পৌরসভা বটতলা সংলগ্ন নাসির ট্রেডার্স নামে একটি স্টেশনারী ও ক্রোকারীজ এর দোকানে সাইফুল ইসলাম সেতু(২৭) নামে এক ব্যক্তি এসে নিজেকে ম্যাজিস্ট্রেট দাবি করেন।তিনি বলেন লক ডাউন না মেনে দোকান খোলা রেখেছেন তাই জরিমানা করা হবে সেই সাথে দোকানের মালপত্র ক্রোক করে নিয়ে যাওয়া হবে।এ কথা শুনে দোকান মালিকের সন্দেহ হলে তাৎখনিক তাকে চ্যালেন্জ করেন।পরিস্থিতি বুঝে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কথিত ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সেতু কে আটকিয়ে মাদারীপুর জেলা পুলিশ সুপারের অফিসে ফোন করেন দোকান মালিক নাসির বেপারী(৬০)।পুলিশ আসতে কিছুটা দেরী হওয়ায় প্রতারক সাইফুল ইসলাম সেতু কে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে পুলিশের হাতে সোপর্দ করেন নাসির ট্রেডার্স ও আশেপাশের কয়েকটি দোকান মালিক।এ ঘটনায় মাদারীপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, সাইফুল ইসলাম সেতু সদর উপজেলার বাদামতলা এলাকার মক্কা স্টিল মালিক শেখ মিজানুর রহমানের ছেলে।

ঘটনার ব্যাপারে জানতে চাইলে আসামির পরিবার জানান,
সাইফুল ইসলাম সেতু মাদকাসক্ত কিছুদিন পুর্বে তাকে রিহ্যাব করিয়ে আনা হয়েছে।তিনি মানসিক সমষ্যায় ভুগছেন।

মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments