Thursday, March 28, 2024
Homeসারাদেশঢাকা বিভাগমাদারীপুরে যুবদলের ব্যাতিক্রম উদ্যোগ ৫শত দরিদ্র কর্মহীন ও মধ্যবিত্ত পরিবারকে উপহার

মাদারীপুরে যুবদলের ব্যাতিক্রম উদ্যোগ ৫শত দরিদ্র কর্মহীন ও মধ্যবিত্ত পরিবারকে উপহার

স্টাফ রিপোর্টার- মাদারীপুর।।
দেশে যখন জাতীয় বা আঞ্চলিক ভাবে কোন সমস্যা দেখা দেয় তখন সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন সংগঠন অসহায়দের বিভন্ন সাহায্য বা ত্রান দিয়ে থাকে। এই ত্রান বেশীর ভাগ অসহায়রা পেয়ে থাকলেও মধ্যবিত্ত ও সমাজের মাঝে, যারা কারো কাছে লজ্জায় হাত পেতে নিতে পারে না, তারাই বাদ থেকে যায়। তাই ত্রান না দিয়ে এবার মাদারীপুরের শিবচরের যুবদলের যুগ্ম সাধারন সম্পাদকের ব্যাতিক্রম উদ্যোগ দরিদ্র ও অসহায় মধ্যবিত্ত ও কর্মহীন ব্যাক্তির বাড়ি উপহার পৌছে দেয়া।
১১ এপ্রিল (শনিবার ) সকালে শিবচরের সন্যাসীরচরে জসিম উদ্দিন মৃধাসহ যুবদলে নেতারা ৫শতাধিক দরিদ্র,কর্মহীন ও মধ্যবিত্ত পরিবারের মাঝে ১০ কেজি করে চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ২ কেজি আলু ও ১ টি করে সাবান খাদ্যসামগ্রী উপহার প্রদান করা হয়।
শিবচর থানা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মৃধা বলেন, প্রাণঘাতী (কভিড ১৯) করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশে চলছে মহামারী করোনা পরিস্থিতিতে সবকিছুই থমকে গেছে, থমকে গেছে সাধারণ মানুষের রুটি-রুজির মাধ্যমও। এতে সবচেয়ে বেশি কষ্টে আছে সমাজের নিম্নআয়ের শ্রমহীন মানুষ এবং মধ্যবিত্ত পরিবার। কর্মহীন এসব মানুষের পরিবারের পাশে দাঁড়াতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। এবং এ উপহার কার্যক্রম অব্যাহত থাকবে।
মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির পরিচালক নাঈম ইসলাম জানান, ত্রান দিলে অনেক সময় মধ্যবিত্তরা সেটা নিতে আসে না বা কখনো লজ্জার কারনে নেয় না। তাই আমি মনে করি ত্রানের স্থানে উপহার হিসাবে দিচ্ছে এতে সবাই এটা গ্রহন করতে পারছে। আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাই।
শিবচরের সন্যাসীরচরে ৫শতাধিক বাড়ীতে উপহার দেয়ার সময় সামাজিক দূরত্ব বজায় রেখে অংশ নেয়, যুবদল নেতা অনিক,লিয়াকত, জুলহাস মোল্লা,রেজাউল করিম রেজা,বাদশা মুন্সী, আলমগীর, মোস্তাক মোল্লা, ছাত্রদল নেতা শিপন মোল্লা, সোহেল, ইমারাত, আসিফ প্রমৃখ।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments