Thursday, March 28, 2024
HomeScrollingমাদারীপুরের ডিজিটাল এ্যাপোলো প্রাইভেট হাসপাতাল অনির্দিষ্টকালের জন্য সীলগালা

মাদারীপুরের ডিজিটাল এ্যাপোলো প্রাইভেট হাসপাতাল অনির্দিষ্টকালের জন্য সীলগালা

মাদারীপুর প্রতিনিধি।।
লাইসেন্স নবায়ন না করার অভিযোগে মাদারীপুরে সীলগালা করে দেয়া হয়েছে ডিজিটাল এ্যাপোলো প্রাইভেট হাসপাতাল। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। পরে শহরের লেকের দক্ষিনপাড়ে অবস্থিত ডিজিটাল এ্যাপোলো প্রাইভেট হাসপাতালটি সীলগালা করা হয়। ভর্তি হওয়া ৮ থেকে ১০জন রোগীকেও হাসপাতাল থেকে বের করে দেয়া হয়েছে।

মাদারীপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, গত কয়েক বছর ধরে ডিজিটাল এ্যাপোলো প্রাইভেট হাসপাতালটির লাইসেন্স নবায়ন করা হয়নি। এছাড়া মালিকানা দ্বন্দ নিয়েও দীর্ঘদিন ধরে মামলা চলমান। এমন-কি দক্ষ প্যাথলজিস্টও নেই হাসপাতালটিতে। নেই উচ্চসম্পন্ন বিদ্যুতায়নের ব্যবস্থা। এতে যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তদন্তে যার সত্যতা পেয়েছে সরকারের বিভিন্ন সংস্থা। এই হাসপাতালটি বন্ধ করে দেয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তর চিঠি দিয়েছে জেলার স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও র‌্যাবসহ প্রশাসনের একাধিক দপ্তরে। সেই চিঠির পরিপেক্ষিতেই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হলে হাসপাতালটি বন্ধ করে অনির্দিষ্টকালের জন্য সীলগালা করে দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত হাসপাতালটি বন্ধ রাখার জন্য মালিক পক্ষকে বলা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মাদারীপুর স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও জেলা পুলিশের কর্মকর্তার উপস্থিত ছিলেন।

মাদারীপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হক জানান, এই হাসপাতালটি বন্ধ করে দেয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তর চিঠি দিয়েছে জেলার স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও র‌্যাবসহ প্রশাসনের একাধিক দপ্তরে। সেই চিঠির পরিপেক্ষিতেই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হলে হাসপাতালটি বন্ধ করে অনির্দিষ্টকালের জন্য সীলগালা করে দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত হাসপাতালটি বন্ধ রাখার জন্য মালিক পক্ষকে বলা হয়েছে।

 

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments