Wednesday, April 24, 2024
HomeScrollingমহানবী (স.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে কাশিয়ানী'তে বিক্ষোভ

মহানবী (স.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে কাশিয়ানী’তে বিক্ষোভ

 গোপালগঞ্জ সংবাদদাতা।।
ইমরান শেখ “নারওয়ে তাকবির, আল্লাহু আকবার, নবীজির অপমান সইবে না মুসলমান” এ স্লোগানকে সামনে রেখে নবী হযরত মুহাম্মদ (স.) এর বিরুদ্ধে ভারতের বিজিপি নেতা “নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালের” নবীকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে গোপালগঞ্জের, কাশিয়ানীতে শান্তিপূর্ণ প্রতিবাদ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১জুন ২০২২ইং(শনিবার) সকাল ১০:৩০ মিনিটের সময় গোপালগঞ্জ জেলার,কাশিয়ানী উপজেলার কেন্দ্রীয় শহীদমিনা চত্বরে “কাশিয়ানী উলামা ঐক্য পরিষদ’এর উদ্যোগে এ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপি এ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলটি কাশিয়ানী উপজেলা কেন্দ্রীয় শহীদমিনার চত্বরে বিভিন্ন স্থান থেকে নানান শ্রেণীর ধর্মপ্রাণ মুসল্লিগন দলে দলে মিছিলের সাথে উপস্থিত হতে থাকেন। পরে পতিবাদ ও বিক্ষোভ মিছিলটি কাশিয়ানী কেন্দ্রীয় শহীদমিনার চত্বর থেকে বের হয়ে,কাশিয়ানী থানার সামনে দিয়ে ঘুরে, কাশিয়ানী উপজেলার সামনে এসে শেষ হয়। এ মিছিলে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শেষে কাশিয়ানী উপজেলা ও কেন্দ্রীয় শহীদমিনার চত্বরে সামনে দলবদ্ধ হয়ে দাঁড়িয়ে এক সমাবেশ সভা অনুষ্ঠিত হয়। এ সমাবেশ সভায় উপস্থিত বক্তব্য দেন কাশিয়ানী উলামা ঐক্য পরিষদের সভাপতি মুফতি মোঃ শিহাবুদ্দিন কাসেমী, কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা, কাশিয়ানী উলামা ঐক্য পরিষদের সেক্রেটারি মাওলানা আঃ কারীমসহ অন্যান্য উলামায় কেরাম ও কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। বক্তারা বক্তব্যে হুশিয়ারি দিয়ে বলেন:- প্রিয় নবীর অবমাননা আমরা কখনোই বরদাস্ত করবনা। জীবন দিয়ে হলেও আমরা তা প্রতিহত করবো “ইনশাল্লাহ্”। পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব রাসুল (সা.)’কে নিয়ে ভারতের বিজেপির ২ নেতা যে জঘন্য মিথ্যাচার ও কটুক্তি করেছে তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবিও জানান তারা। এছাড়া ভারতের সবকিছু বর্জন করার ঘোষণাও দেয়া হয় এ সমাবেশে।
RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments