Friday, April 26, 2024
HomeScrollingবীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা সিএমএইচে ভর্তি

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা সিএমএইচে ভর্তি

বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামালের মা মালেকা খাতুনকে বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনীর এভিয়েশন গ্রুপের একটি ডফিন হেলিকপ্টারে ভোলা সদর হাসপাতাল থেকে ঢাকায় আনা হয়েছে।

তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।

এর সহকারী পরিচালক রাশিদুল আলম জানান, মালেকা খাতুনকে বহনকারী হেলিকপ্টারটি দুপুর সোয়া২টায় ঢাকার তেজগাঁওয়ের পুরাতন বিমান বন্দরে নামে। সেখান থেকে তাকে সিএমএইচে স্থানান্তর করা হয়। মালেকা খাতুনের বয়স আনুমানিক ৯৬ বছর। তিনি কিডনি সমস্যা, শ্বাসকষ্ট ও রক্তশূন্যতাসহ নানা জটিল রোগে ভুগছেন।

মঙ্গলবার এই বীরমাতাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে তার স্বজনরা জানান।

ভোলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তৈয়বুর রহমান বলেন, তার পা ফুলে গেছে। কিডনিতে সমস্যা ও রক্তশূন্যতা দেখা দিয়েছে। রক্তচাপ কমে গেছে। শ্বাসকষ্টের সমস্যাও রয়েছে। আমারা তাকে চিকিৎসা দিয়ে যাচ্ছি। তবে তাকে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা করানো প্রয়োজন।

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ভাইয়ের ছেলে সেলিম আহমেদ লিটন জানান, সোমবার রাত থেকে দাদী অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার সকালে তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ১৯৪৭ সালের ১৬ ডিসেম্বর ভোলার দৌলতখান উপজেলার হাজীপুর গ্রামে জম্মগ্রহণ করেন। তার বাবার নাম হাবিবুর রহমান।

প্রয়াত হাবিলদার হাবিবুর রহমান ও মালেকা বেগমের দুই ছেলে ও তিন মেয়ের মধ্যে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ছিলেন সবার বড়।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments