Thursday, March 28, 2024
HomeScrollingবিরামপুর আর্দশ উচ্চ বিদ্যালয়ে লটারীর মাধ্যমে শিক্ষার্থী ভর্তি অনুষ্টিত

বিরামপুর আর্দশ উচ্চ বিদ্যালয়ে লটারীর মাধ্যমে শিক্ষার্থী ভর্তি অনুষ্টিত

নয়ন হাসান।।

দিনাজপুরের বিরামপুরের পৌর শহরে অবস্থিত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বিরামপুর আর্দশ উচ্চ বিদ্যালয়ে লটারীর মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি নির্বাচন করা হয়েছে।

(২৯ডিসেম্বর) বুধবার সকাল ১১টায় আর্দশ উচ্চ বিদ্যালয় চত্তরে স্কুলের সভাপতি ডক্টর মুহাদ্দিস মোঃ এনামুল হকের সভাপতিত্বে লটারীর মাধ্যমে ভর্তি পরীক্ষার শিক্ষার্থী নির্বাচনের শুভ উদ্ধোধন করেন, প্রধান অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর আলম।

এসময় বিশেষ অতিথি একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম,১নং মুকুন্দপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সহকারী প্রধান শিক্ষক মোকছেদ আলী চৌধুরী, বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিহুর রহমান, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম, অত্র বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ, সুধীমন্ডলী, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় সহকারী প্রধান শিক্ষক মোকছেদ আলী চৌধুরী জানান, ২০২২ শিক্ষাবর্ষ লটারীর মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষায় ২২১জন ছাত্র ও ১২২ জন ছাত্রী অংশগ্রহণ করে। তন্মধ্যে ৪০ জন ছাত্র ও ৪০ জন ছাত্রী নির্বাচিত হয়েছে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments