Thursday, April 25, 2024
HomeScrollingবিরামপুরে শিক্ষার উন্নয়নে শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিরামপুরে শিক্ষার উন্নয়নে শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা।।

“শিক্ষা জাতির মেরুদণ্ড” এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে পাইলট উচ্চ বিদ্যালয়ে “শিক্ষার উন্নয়নে সমম্বিত শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুন) বেলা ১১টায় বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে শিক্ষার উন্নয়নে শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে শিক্ষার উন্নয়নে সমম্বিত শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি (অতিরিক্ত সচিব) অতিরিক্ত মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর হুমায়ুন কবীর, বিশেষ অতিথি রাজউক উত্তরা মডেল কলেজের প্রাক্তন ভাইস-প্রিন্সিপাল তালেবুল ইসলাম সরকার, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী প্রমুখ। প্রধান অতিথি (অতিরিক্ত সচিব) অতিরিক্ত মহাপরিচালক,পরিবেশ অধিদপ্তর হুমায়ুন কবীর বলেন, একমাত্র সু-শিক্ষায় দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। এরই ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রত্যেক শিক্ষার্থীকে বাস্তবতার উপর পাঠদানের পরামর্শ প্রদান করেন। তিনি আরো বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবক ও প্রতিষ্ঠানের এসএমসি সদস্যদেরও সব সময় সজাগ দৃষ্টি রাখতে হবে। তবেই শিক্ষার্থীরা মানসন্মত শিক্ষা অর্জন ভবিষ্যতে এদেশের উন্নয়নে জোরালো ভূমিকা রাখতে সক্ষম হবে। এসময় শিক্ষার উন্নয়নে শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভায় শিক্ষকবৃন্দ,শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ সুধীমন্ডলীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments