Saturday, April 20, 2024
Homeদিনাজপুরবিরামপুরে রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

বিরামপুরে রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

বিরামপুর(দিনাজপুর) সংবাদদাতা:

দিনাজপুরের বিরামপুরে উপজেলা সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তর এবং উপজেলা পরিষদের রাজস্ব খাত হতে ২০২০-২০২১অর্থ বছরের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় ক্যান্সার,কিডনী,লিভার সিরোসিস, ষ্ট্রোক প্যারালাইড,জন্মগত হৃদরোগ ও থেলাসেমিয়া রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক,হুইল চেয়ার,ঢেউটিন,ফ্যানসহ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

(১১জুলাই) রবিবার বিকেলে উপজেলা কনফারেন্স সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিমল কুমার সরকার এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক (এমপি) এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু।

এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল,মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, উপজেলা আ.লীগের সহ-সভাপতি শিবেশ কুন্ডু ও নাড়ু গোপাল কুন্ডু,সাংগঠনিক সম্পাদক আঃ রাজ্জাক মাষ্টার, সিনিয়র সহকারী পুলিশ সুপার একেএম ওয়াহেদুন নবী,সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত, মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক,দিনাজপুর জেলার সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি আকরাম হোসেন, প্রেসক্লাবের সভাপতি শাহীনুর আলম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপজেলা আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উপজেলা সূত্রে জানা যায়,অনুষ্ঠানে বিরামপুর উপজেলা সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তর এবং উপজেলা পরিষদের রাজস্ব খাত হতে ২০২০-২০২১ অর্থ বছরে বরাদ্দকৃত একটি পৌরসভা ও ৭টি ইউনিয়নে মানুষের মাঝে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় ক্যান্সার,কিডনী, লিভার, সিরোসিস, ষ্ট্রোক প্যারালাইড,জন্মগত হৃদরোগ ও থেলাসেমিয়া রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক ১০ জনকে ৫০ হাজার টাকা করে ৫ লক্ষ টাকা, সেলাই প্রশিক্ষণ শেষে ৫০ জন নারীদের ৬ হাজার টাকা করে ৩ লক্ষ টাকা,প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ৩০টি, অসহায় ও গরীবদের মাঝে ঢেউটিন ৪০ ব্যান, নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন ৩৫ টি, বিভিন্ন স্কুল,মসজিদ ও এতিমখানায় ফ্যান ৫০টি, শিশু কিশোরদের ফুটবল খেলায় উদ্ধুর্ধ করতে ৩০০টি ফুটবল বিতরণ করা হয়।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments