Thursday, March 28, 2024
HomeScrollingবিজয় দিবসে বগুড়ার মুক্তির ফুলবাড়ি স্মৃতিস্তম্ভে শহীদের প্রতি জেএসকেএফ বগুড়ার শ্রদ্ধাঞ্জলি

বিজয় দিবসে বগুড়ার মুক্তির ফুলবাড়ি স্মৃতিস্তম্ভে শহীদের প্রতি জেএসকেএফ বগুড়ার শ্রদ্ধাঞ্জলি

 রবিউল ইসলাম রবি (বগুড়া) সংবাদদাতা।।

সারাদেশের ন্যায় বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় ৫০তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। বুধবার সকালে দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধব্বনির মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর স্বাস্থ্যবিধি মেনে বগুড়ার মুক্তির ফুলবাড়িতে বিভিন্ন প্রতিষ্ঠান শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ উপলক্ষে ১৯৭১সালে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বগুড়া জেলা শাখা। ১৬ডিসেম্বর বুধবার সকাল ৮ঘটিকায় বগুড়া জেলা সভাপতি ও চ্যানেল টুয়েন্টিসিক্স স্টাফ রিপোর্টার নয়ন রায় এর নেতৃত্বে বগুড়া বিসিক শিল্প নগরীতে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেএসকেএফ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ও নিউজ টুয়েন্টিসিক্স বগুড়া জেলা প্রতিনিধি শিহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বিজয়ের আলো’র বগুড়া জেলা প্রতিনিধি রবিউল ইসলাম রবি, প্রচার সম্পাদক ও দৈনিক মুক্তভাষা বগুড়া জেলা প্রতিনিধি নুরুল ইসলাম নুরু, কোষাধ্যক্ষ ও একুশে টেলিভিশন বগুড়া জেলা ক্যামেরাপারসন রফিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য ও সিআইএনএন দুপচাচিয়া প্রতিনিধি শ্রী সুশান্ত কুমার মালাকার, জেএসকেএফ শিবগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী শিপন, শিবগঞ্জ উপজেলা শাখার কার্যনিবার্হী সদস্য সাংবাদিক দুলাল, রুহুল আমিন প্রমূখ। উল্লেখ্য মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে লালন করে সারাদেশে কাজ করে যাচ্ছে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments