Friday, April 26, 2024
HomeScrollingবায়তুল মোকাররমে হবে ঈদের নামাজের ৫ জামাত

বায়তুল মোকাররমে হবে ঈদের নামাজের ৫ জামাত

ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। করোনা মহামারী পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে এই নামাজ অনুষ্ঠিত হবে।

বায়তুল মোকাররমে প্রথম জামাত হবে সকাল ৭টায়। এত ইমামতি করবেন মুফতি মিজানুর রহমান।

দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এতে ইমাম মুফতি মুহিববুল্লাহিল বাকী নদভী।

তৃতীয় জামাত হবে সকাল ৯টায়। এ জামাতে ইমামতি করবেন মাওলানা এহসানুল হক।

চতুর্থ জামাত সকাল ১০টায়। এ জামাতে ইমামতি করবেন মাওলানা মহিউদ্দিন কাসেম।

সকাল পৌনে ১১টায় পঞ্চম ও সর্বশেষ জামাতে ইমামতি করবেন মাওলানা ওয়ালিয়ূর রহমান খান।

এই পাঁচটি জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ।

বর্তমান করোনা পরিস্থিতিতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে ২৬ এপ্রিল জারি করা বিজ্ঞপ্তি অনুসরণ করে যথাযথ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে মসজিদের ইমাম-খতিব, মসজিদ ব্যবস্থাপনা কমিটি, ধর্মপ্রাণ মুসল্লি ও সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে বৃহস্পতি অথবা শুক্রবার ঈদ উদ্‌যাপিত হতে পারে। তবে সৌদি আরবে বৃহস্পতিবার ঈদ হওয়ায় বাংলাদেশে শুক্রবার ঈদ হওয়ার সম্ভাবনাই বেশি।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments