Thursday, March 28, 2024
HomeScrollingবাংলাদেশসহ ৯ দেশের ‘বৈধ অভিবাসীদের’ মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা

বাংলাদেশসহ ৯ দেশের ‘বৈধ অভিবাসীদের’ মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা

করোনাকালে দীর্ঘ মেয়াদি অভিবাসনের পাসকার্ড থাকা প্রবাসীদেরও প্রবেশ করতে দিচ্ছে না মালয়েশিয়া। দেশটির নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশসহ আরও ৯টি দেশকে যোগ করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার মালয়েশিয়া সরকার জানায়, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করতে ৭ সেপ্টেম্বর থেকে ভারত, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনের পাস-কার্ডধারীদের প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর হবে।

বৃহস্পতিবার জানানো হয়েছে, তালিকায় যুক্ত হচ্ছে আরও ৯টি দেশ। বাংলাদেশ বাদে বাকি আটটি দেশ হলো: যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, ব্রাজিল, স্পেন, ইতালি, সৌদি আরব এবং রাশিয়া।

রয়টার্স জানিয়েছে, এই নিষেধাজ্ঞার ভেতর স্থায়ী অভিবাসী এবং শিক্ষার্থীদেরও যুক্ত করা হবে।

মালয়েশিয়ায় এখন পর্যন্ত ৯ হাজার ৩৭৪ জন কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১২৮ জন। সুস্থ হয়েছেন ৯ হাজার ৮৩ জন।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল পাঁচটা পর্যন্ত গোটা পৃথিবীতে ২ কোটি ৬২ লাখ ১০ হাজার ৭৩ নতুন এই রোগটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১ কোটি ৮৪ লাখ ৬৮ হাজার ৯৪৮ জন। মারা গেছেন ৮ লাখ ৬৮ হাজার ৩৮ জন।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments