Thursday, April 25, 2024
Homeদিনাজপুরবাংলদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে নয়া মহাপরিচালকের যোগদান

বাংলদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে নয়া মহাপরিচালকের যোগদান

মোঃনূর ইসলাম নয়ন :

কৃষিবিজ্ঞানী প্রজননবিদ ড. মোঃ
আমিরুজ্জামান কৃষি মন্ত্রণালয়ের অফিস আদেশ বলে গত ২৯ জুন নশিপুর, দিনাজপুরের নবসৃষ্ট
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে (বাগভুগই) মহাপরিচালক (চলতি দায়িত্ব)
হিসেবে দিনাজপুর এ যোগদান করেছেন। ২০১৭ সালে ইনস্টিটিউট প্রতিষ্ঠার পর তিনি ৪র্থ
মহাপরিচালক হিসেবে যোগদান করলেন।
জানা গেছে, দেশে বর্তমানে জ্যেষ্ঠ ভুট্টা প্রজননবিদদের মধ্যে তিনি অন্যতম। বর্তমান পদে
যোগদানের পূর্বে তিনি অত্র প্রতষ্ঠানের পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর উইং এ পরিচালক
হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি “বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট”
(বারি) এর প্রধান কার্যালয় জয়দেবপুর, গাজীপুরে উদ্ভিদ প্রজনন বিভাগে মুখ্য বৈজ্ঞানিক
কর্মকর্তা ও বিভাগীয় প্রধান হিসেবে দীর্ঘদিন কর্মরত থাকাকালীন ভুট্টাসহ, বার্লি, চীনা,
কাউন, সরগম, ওট, রাঘী প্রভৃতি অপ্রচলিত দানাদার ফসলের উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন গবেষণা
কার্যক্রমের নেতৃত্ব প্রদান করেন এবং এসব ফসলের নতুন উদ্ভাবিত জাতসমূহ সারা দেশব্যাপী
কৃষক পর্যায়ে সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments