Friday, March 29, 2024
HomeScrollingফুটবল ছাড়লেন মাচেরানো

ফুটবল ছাড়লেন মাচেরানো

বার্সেলোনা এবং লিভারপুলের সাবেক মিডফিল্ডার হাভিয়ের মাচেরানো সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

৩৬ বছর বয়সী এই তারকা আর্জেন্টিনার একটি ক্লাবের হয়ে খেলছিলেন।

বার্সায় ৮ বছরের ক্যারিয়ারে দুইবার চ্যাম্পিয়নস লিগ এবং পাঁচবার লা লিগা জেতা মাচেরানো রবিবার সংবাদ সম্মেলনে বলেন, ‘আজকে পেশাদারভাবে ফুটবল ছাড়ার ঘোষণা দিতে চাই। এই ক্লাবকে ধন্যবাদ, তারা আর্জেন্টিনায় আমার ক্যারিয়ার শেষ করার সুযোগ দিয়েছে।’

আর্জেন্টিনার ইতিহাসে সর্বোচ্চ ১৪৭টি ম্যাচ খেলা মাচেরানো রিভার প্লেটে তার ক্যারিয়ার শুরু করেছিলেন।

২০০৬ থেকে ২০০৭ পর্যন্ত ছিলেন ওয়েস্ট হ্যামে। এরপর চলে যান লিভারপুলে।

কিংবদন্তি এই ফুটবলার হেবেই চীনা ফরচুন ক্লাবে যাওয়ার আগে ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত বার্সায় ছিলেন।

মাচেরানো মূলত তার ট্যাকলিং স্টাইলের জন্য বেশি বিখ্যাত ছিলেন। বক্সের আশপাশে ফাউল ছাড়া বল ক্লিয়ার করায় এখনো তার জুড়ি মেলা ভার।

২০০৩ সালে আর্জেন্টিনায় অভিষেক হওয়া মাচেরানো চারটি বিশ্বকাপ খেলেছেন। তবে আর্জেন্টিনার সাথে বড় কোনো সাফল্যের দেখা পাননি। বছর দুই আগেই জাতীয় দলের সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলেন।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments