Saturday, April 20, 2024
HomeScrollingপ্লানেট হাসপাতালে আমার মায়ের মৃত্যু হওয়ায় আমি কোথাও কোন অভিযোগ দেইনি

প্লানেট হাসপাতালে আমার মায়ের মৃত্যু হওয়ায় আমি কোথাও কোন অভিযোগ দেইনি

মাদারীপুুর প্রতিনিধি।।
প্লানেট হাসপাতালে আমার মায়ের মৃত্যু হওয়ায় আমি কোথাও কোন অভিযোগ দেইনি, আমার মায়ের মৃত্যু আছে, তাই মৃত্যু হয়েছে। অপরেশন হওয়ার আগেই আমি নিজেই ঝুকি নিয়ে ডাক্তারকে অপরেশন করতে বলেছি। এভাবেই ডাক্তার মহাসিনা খান আইরিনের কাছে ফোনে জানালেন মৃত্যু হওয়া মায়ের ছেলে বেলায়েত হোসেন।
কিন্ত কিছু মিডিয়ায় ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে এরকম সংবাদ প্রচার হওয়ায় অতাশ হয়েছে প্লানেট হাসপাতালে কতৃপক্ষ, হাসপাতালে ডাক্তার ও মৃত্যু রোগীর ছেলে। তাই রবিবার সকালে প্লানেট হাসপাতালের হল রুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে হাসপাতালের এএমডি মো. মফিজুর রহমান হাওলাদার জানান, আধুনিক যন্ত্রপাতিসহ মানুষের ভাল চিকিৎসা সেবা দেয়ার লক্ষে প্লানেট হাসাপাতাল করা হয়েছে। এখানে আমরা কোন রোগীকে সমস্যায় ফেলতে চাই না’ আর কাউকে সমস্যায় রাখিও নাই। রোগীর কোমড়ে অপরেশন হওয়ার আগে তার ছেলের সাথে এই হাসপাতালে আইসিও নেই সেটা তাকে জানানো হয়েছে, তার বয়স অনুযায়ী অপরেশন করলে রিস্ক আছে। কারন এই রোগীর বয়স প্রায় ১শত বছর হবে, অপরেশন করলে আইসিও প্রয়োজন হবে। তার ছেলে সেটা জেনে শুনে ডাক্তারকে অপরেশন করতে মৌখিক ও হাসপাতালে অঙ্গিকারনামায় স্বাক্ষর করেন। এবং রোগীর ছেলে তার মৃত্যুর পরে আরও বলেছেন আমি কোন অভিযোগ করি নাই এবং করবোও না। তবে কেন আমাদের প্লানেট হাসপাতালের মান-সম্মান হানি করা হলো। আমরা আপনাদের কাছে সত্যটা তুলে ধরলাম। তাছাড়া যে ডাক্তার অপরেশন করেছে সেও একজন অর্থোেেপডিক ও ট্রমা সার্জন ছিল। তার কোন ভুল বা গাফলতি ছিল না।

 

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments