Saturday, April 20, 2024
HomeScrollingপদ হারালেন হেলেনা জাহাঙ্গীর

পদ হারালেন হেলেনা জাহাঙ্গীর

অনলাইন ডেস্ক।।

ক্ষমতাসীন আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্যপদ হারিয়েছেন ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর।

আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি শনিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্প্রতি ফেইসবুকে ‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামের একটি সংগঠনের সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীরের নাম ভাইরাল হয়। এরপর তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর পরিচালক পদে আছেন হেলেনা জাহাঙ্গীর। জয়যাত্রা গ্রুপের কর্ণধার হেলেনা জাহাঙ্গীর নিজেকে আইপি টিভি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হিসেবেও পরিচয় দেন।

হেলেনা জাহাঙ্গীরকে উপকমিটির পদ থেকে অব্যাহতি দেওয়া হয় প্রসঙ্গে মেহের আফরোজ চুমকি বলেন, ‘সে (হেলেনা) কোথা থেকে কী করে, তার কোনো ঠিক নেই। বুঝে না বুঝে যা ইচ্ছে তাই করছে। আর এগুলো আমাদের না জানিয়ে করেছে।’

তিনি বলেন, ‘আমি ইতোমধ্যে আমাদের দপ্তরে জানিয়েছি, তাকে অব্যাহতির চিঠি দিয়ে দেওয়ার জন্য। আমাদের উপকমিটিতে যেহেতু সে নিয়মনীতি ভঙ্গ করেছে, তার সদস্যপদ আমরা বাতিল করে দিয়েছি।’

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম রুহুল আমিন বলেন, ‘আমরা তাকে (হেলেনা জাহাঙ্গীরকে) অব্যাহতি দিয়ে দিয়েছি। গত মাসে ডাকযোগে চিঠি পাঠিয়েছি।’

কেন্দ্র থেকে নির্দেশনা পেয়ে দপ্তর থেকে তাকে অব্যাহতির চিঠি পাঠিয়ে দিয়েছেন বলে জানান তিনি।

তবে হেলেনা জাহাঙ্গীর বলেন, ‘উপকমিটি থেকে বাদ দেওয়ার কোনো চিঠি পাইনি। দলীয়ভাবে কেউ কিছু বলেনি। আর আমি তো কুমিল্লা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা।’

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments