Saturday, April 20, 2024
HomeScrolling‘নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া দেশে আর কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া...

‘নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া দেশে আর কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না: রিজভী

অনলাইন ডেস্ক।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘অগণতান্ত্রিক সরকারের কাছে কোনো আবদার নয়, দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে মানুষ প্রস্তুতি নিচ্ছে। নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দল আজ ঐক্যবদ্ধ।’

বুধবার নয়া পল্টনে ভাসানী ভবনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত এক প্রস্তুতি সভায় তিনি এসব বলেন।

সারাদেশে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিতব্য সমাবেশ সফল করতে আয়োজিত এ জরুরি সভায় রিজভী বলেন, ‘আওয়ামী লীগ মুখে বলে একটা আর করে আরেকটা। তাদের কথায় ও কাজের সঙ্গে কোন মিল নেই। ক্ষমতা হারানোর ভয়ে আজকে সরকার বেপরোয়া হয়ে উঠেছে। তারা দেশ থেকে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ বিতাড়িত করেছেন। সরকারের নির্দেশেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বাসাসহ নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে এমনকি ইফতার মাহফিলেও হামলা করা হয়েছে। দেশের মানুষ আর সরকারের কথা বিশ্বাস করে না।’

তিনি বলেন, ‘নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া দেশে আর কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। আন্দোলনের মাধ্যমেই সব দাবি আদায় করা হবে।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম মজনুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আব্দস সালাম আজাদ, মহানগর দক্ষিণ বিএনপির নেতা নবী উল্যাহ নবী, তানভীর আহমেদ প্রমুখ।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments