Friday, April 26, 2024
HomeScrollingনাপা সিরাপের সেই বোতলটি সিআইডি থেকে ঔষধ প্রশাসনে

নাপা সিরাপের সেই বোতলটি সিআইডি থেকে ঔষধ প্রশাসনে

যে বোতলের নাপা সিরাপ খেয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুই শিশুর মৃত্যুর কথা বলা হচ্ছে, আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য অবশিষ্ট সিরাপসহ সেই বোতলটি সিআইডি থেকে ঔষধ প্রশাসনে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

মঙ্গলবার সিআইডি জানিয়েছে, বোতল আগেই জব্দ করা হলেও ওই বোতলে ওষুধের উপকরণে কোনো সমস্যা আছে কি না, তা পরীক্ষা করতে তা অধিদপ্তরে পাঠান হচ্ছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (কেমিকেল) মো. নাজমুল করিম খান বলেন, যেসব উপকরণ দিয়ে নাপা সিরাপ তৈরি হয়, সেসব উপকরণ ওই বোতলে থাকা অবশিষ্ট সিরাপে আছে কি না, বা কোনো তারতম্য আছে কিনা সেটা জানার জন্য বোতলটি ওষুধ প্রশাসনে পাঠানো হবে।

তিনি জানান, ঔষুধ প্রশাসন কোনো গরমিল পেলে পরের ধাপে সিআইডি তাদের নিজস্ব পরীক্ষা-নিরীক্ষায় যাবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের দুর্গাপুর গ্রামের এক পরিবারের ৭ ও ৫ বছর বয়সী দুই ছেলের জ্বর হওয়ায় বৃহস্পতিবার বিকালে স্থানীয় দোকান থেকে নাপা সিরাপ কিনে সেটি খাওয়া তাদের পরিবার। এরপর দুই শিশুরই বমি শুরু হয়। ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে চিকিৎসক দেখিয়ে বাড়ি আনার পথে রাতে ঘন্টাখানেকের ব্যবধানে দুজনই মারা যায়।

 

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments