Saturday, April 20, 2024
HomeScrollingদ্রব্যমূল্যের ‘পাগলাঘোড়া’ সেপ্টেম্বরে ‘বাগে এসেছে’: পরিকল্পনামন্ত্রী

দ্রব্যমূল্যের ‘পাগলাঘোড়া’ সেপ্টেম্বরে ‘বাগে এসেছে’: পরিকল্পনামন্ত্রী

অনলাইন ডেস্ক।।

দ্রব্যমূল্যের ‘পাগলাঘোড়া’ সেপ্টেম্বর মাসে ‘বাগে এসেছে’ মন্তব্য বলে করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মন্ত্রী বলেন, দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া বাগে এসেছে এ (সেপ্টেম্বর) মাসে। কতটা বাগে এসেছে জানতে পারবেন দুয়েক দিনের মধ্যেই।

তিনি বলেছেন, দুয়েক দিনের মধ্যে মূল্যস্ফীতির সবশেষ প্রতিবেদন প্রকাশ করা হবে।

সোমবার ঢাকায় বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সম্মেলন কক্ষে জনশুমারি পরবর্তী যাচাই (পিইসি) জরিপের তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও সুপারভাইজিং কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী জানান, মূল্যস্ফীতি আগস্টে বাড়লেও সেপ্টেম্বরে কমেছে এবং আগামী অক্টোবরে আরো কমবে।

অগাস্টের মূল্যস্ফীতির প্রতিবেদন না দেওয়ার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, আমরা যখনই তথ্য দেব সৎভাবে দেব। দুদিন পরে দেব কিন্তু ডক্ট্রিন করে দেব না। তথ্য ইঞ্জিনিয়ারিং করে দেব না। প্রশাসনিক কারণে সময়মত তথ্য দিতে পারিনি। অন্য কোনও কারণে নয়।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘তেলের দাম বেড়েছে, সবই বেড়েছে। তারপরও কমেছে, কেন কমেছে? কারণ আছে। তার কারণ এক কোটি কার্ড। কম দামে বিক্রি। সরাসরি চাল-তেল ইত্যাদি টিসিবির মাধ্যমে দেওয়া হচ্ছে। এক কোটি কার্ডের মাধ্যমে সরাসরি চার কোটি মানুষ দ্রব্যমূল্যের সবচেয়ে বেশি আঘাত যেখানে করে… কম মূল্যে সেই চাল, ডাল তেলসহ নিত্যপণ্য দেওয়া হচ্ছে।

আগামীতে মূল্যস্ফীতির চাপ আরো কমে এলে জীবনযাত্রা পুরো ঠিক হয়ে যাবে বলে আশার কথা শোনান তিনি।

অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক শামসুল আলম, পরিকল্পনা বিভাগের সচিব মামুন আল রশীদ, পরিসংখ্যান বিভাগের সচিব শাহনাজ আরেফিন উপস্থিত ছিলেন।

 

 

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments