Friday, April 26, 2024
HomeScrollingদেশে করোনায় আরও ২৪৭ জনের মৃত্যু

দেশে করোনায় আরও ২৪৭ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক।।করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ ২৪৭ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় এ রোগে নতুন করে আক্রান্ত হেয়েছে সর্বোচ্চ ১৫১৯২ জন। ৫১ হাজার নমুন পরীক্ষায় শনাক্তের হার ২৯ দশমিক ৮২ শতাংশ।

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বুলেটিনে এসব তথ্য দেওয়া হয়।

এর আগে, গত ১৯ জুলাই দেশে একদিনে সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যু হয়েছিল, ১১ জুলাই ২৩০ জন ও রোববার করোনায় ২২৮ জন মারা যায়। এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়ে ১৯ হাজার ৫২১ জন মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৪৭ জনের মধ্যে ১৪১ জন পুরুষ ও ১০৬ জন নারী।

এদের মধ্যে সর্বোচ্চ ৭২ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৬১ জন মারা গেছে। ময়মনসিংহ বিভাগে এ সময়ে সবচেয়ে কম পাঁচ জনের মৃত্যু হয়েছে।  এ ছাড়া খুলনা বিভাগে ৪৬ জন, রাজশাহী বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ১৬ জন, বরিশাল বিভাগে ১২ জন ও সিলেট বিভাগে ১৪ জন মারা গেছে।

তাদের মধ্যে দেশের সরকারি হাসপাতালে মারা গেছে ১৬৫ জন, বেসরকারি হাসপাতালে ৫৫ জন, বাসায় মারা গেছে ২৬ জন ও হাসপাতালে নেওয়ার সময় মারা গেছে একজন।

একই সময়ে দেশে সুস্থ হয়েছে ১১ হাজার ৫২ জন। মোট সুস্থ হয়েছে ১০ লাখ নয় হাজার ৯৭৫ জন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৭২ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৬০ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments