Friday, March 29, 2024
HomeScrollingদিনাজপুরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী এবং প্রেমিকের যাবজ্জীবন কারাদন্ড

দিনাজপুরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী এবং প্রেমিকের যাবজ্জীবন কারাদন্ড

মোঃনূর ইসলাম নয়ন।।

দিনাজপুরে আবু সালাম
মোল্লা নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে স্ত্রী ফাহমিদা বেগম (৩৮) ও
প্রেমিক শ্রী মানিক রবিদাস ওরফে মানিক চন্দ্র দাসকে যাবজ্জীবন কারাদন্ড
দিয়েছেন আদালত। আদালত একইসাথে ৫০হাজার টাকা জরিমানা অনাদায়ে
আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন। রোববার বিকাল সোয়া
চারটায় দিনাজপুর জেলা সিনিয়র দায়রা জজ আজিজ আহমেদ ভূঞা এই
আদেশ দেন। দন্ডপ্রাপ্ত ফাহমিদা বেগম পার্বতীপুর থানার ভবানিপুর
ঘাসিপাড়া গ্রামের মৃত মজিদ প্রামাণিকের মেয়ে এবং দন্ডপ্রাপ্ত
মানিক রবিদাস একই এলাকার মৃত সুশিল রবি দাসের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, মৃত আবু সালাম মোল্লা পেশায় একজন মু‌দি
ব্যবসায়ী এবং পার্বতীপুর রিফুজী মা‌র্কে‌টে বা‌ড়ি সংলগ্ন তার মু‌দি
দোকান। ২৪ বছর আ‌গে পা‌রিবা‌রিকভা‌বে ফাহ‌মিদা বেগ‌মের সা‌থে তার বি‌য়ে
হয়। সংসার জীব‌নে তা‌দের এক ছে‌লে ও এক মে‌য়ে র‌য়ে‌ছে। মু‌দি দোকা‌নে
নিয়‌মিত যাতায়াত করতেন মা‌নিক চন্দ্র র‌বিদাস। এক পর্যা‌য়ে ফাহ‌মিদার
সা‌থে পরকীয়া প্রেমে জ‌ড়ি‌য়ে প‌রেন। বিষয়‌টি জানতে পে‌রে স্ত্রী‌কে শাসনও
ক‌রেন আবু সালাম। এ নি‌য়ে মানিক চন্দ্র রবি দাস আবু ছালামকে হত্যার
হুমকিও দেন। ২০১৫ সালের ২৫ অক্টোবর ভোরে ফাহ‌মিদা বেগম ও মা‌নিক চন্দ্র
র‌বি দাস পূর্ব প‌রিকল্পনা অনুযায়ী আবু ছালা‌মের শয়ন কক্ষে প্রবেশ ক‌রে
গলায় রশি পে‌ঁচি‌য়ে তা‌কে শ্বাসরোধ করে হত্যা করেন। এ ঘটনায় আবু
সালা‌মের বড় ভাই আবু হো‌সেন মোল্লা ফাহ‌মিদা ও মা‌নিক চন্দ্র আসামী
ক‌রে পার্বতীপুর থানায় এক‌টি হত্যা মামলা দা‌য়ের ক‌রেন। পু‌লিশ তা‌দের
গ্রেফতার ক‌রলে তারা পু‌লি‌শের কা‌ছে হত্যার দায় স্বীকার করেন। প‌রে আদাল‌তের
কা‌ছেও স্বেচ্ছায় স্বীকা‌রো‌ক্তিমুলক জবানব‌ন্দি দেন। মামলার রা‌য়ের প‌রে
আসামী পক্ষের আইনজীবী হযরত আলী বেলাল বলেন, ডাক্তারের রির্পোটে মৃত
আবু ছালাম মোল্লার গলায় শুধু দাগ ছিল যা আত্মহত্যা বলে রির্পোট দেয়
ডাক্তার। সুতরাং আদাল‌তের যে রায় ডাক্তারী রি‌পো‌র্টের সা‌থে তা
সাংঘ‌র্ষিক। আসামীপক্ষ উচ্চ আদালতে আবেদন করলে খালাস পা‌বেন।
আসামী উচ্চ আদালতে আবেদন করার অ‌ধিকার রা‌খেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবি মো: রবিউল ইসলাম বলেন, আবু ছালাম মোল্লার হত্যা
মামলায় দুই জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন বিজ্ঞ আদালক। এই রায়ে
আমরা খুশি ও সন্তুষ্ট। এই রায় এটাই প্রমাণ করে যে এদেশে আইনের শাসন
প্রতি‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। মানুষ আদালতে সঠিক ও ন্যায়‌বিচার পা‌চ্ছে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments