Friday, March 29, 2024
HomeScrollingথাইল্যান্ডে বাসে ট্রেনের ধাক্কায় ১৭ জন নিহত

থাইল্যান্ডে বাসে ট্রেনের ধাক্কায় ১৭ জন নিহত

থাইল্যান্ডে ট্রেনের ধাক্কায় বাসের অন্তত ১৭ জন যাত্রীর নিহত হয়েছেন বলে দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। রোববার সকালের দিকে এই দুর্ঘটনায় ৩০ জনের বেশি আহত হয়েছেন।

রাজধানী ব্যাংককের প্রায় ৫০ কিলোমিটার পূর্বাঞ্চলে স্থানীয় সময় সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানিয়েছে, বাসের যাত্রীরা শাছোয়েনগসাও রাজ্যের একটি বৌদ্ধ মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানের যোগ দিতে যাচ্ছিলেন।

জেলা পুলিশ প্রধান বলেন, “এখন পর্যন্ত আমরা ১৭ জনের মৃত্যুর খবর পেয়েছি।” রাজ্য সরকারের গভর্নর মৈত্রী তিতিলানন্দ সাংবাদিকদের বলেন, এই ঘটনায় প্রায় ২৯ জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থলের উদ্ধারকর্মীদের দ্বারা প্রকাশিত ছবিতে দেখা গেছে, ট্রেনের লাইনে মানুষের বিচ্ছিন্ন দেহাংশ ছড়িয়ে-ছিটিয়ে আছে। পাশে উল্টে পড়ে আছে বাসটি। বাসের ছাদটি দুমড়ে-মুচড়ে গেছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, বাসটি সরাতে ক্রেন দরকার।

এই ধরনের ভয়াবহ দুর্ঘটনা থাইল্যান্ডে সাধারণ ঘটনা। বিপজ্জনক সড়কের দিক থেকে দেশটি বিশ্বে অন্যতম। এর পেছনে মাত্রাতিরিক্ত গতি, মদ্যপ চালক, আইন প্রয়োগে দুর্বলতা অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, ২০১৮ সালে সড়ক দুর্ঘটনায় বিশ্বে মৃত্যুর দিক থেকে থাইল্যান্ডের অবস্থান ছিল দ্বিতীয়।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments