Thursday, April 25, 2024
HomeScrollingডিসেম্বরের মধ্যে ভ্যাকসিনের আশা ডব্লিউএইচও’র

ডিসেম্বরের মধ্যে ভ্যাকসিনের আশা ডব্লিউএইচও’র

চলতি বছরের শেষ দিকে নভেল করোনাভাইরাসের টিকা আসতে পারে বলে আশা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

মঙ্গলবার জাতিসংঘের কার্যনির্বাহী বোর্ড সভায় ডব্লিউএইচও প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসুস বলেন, ‘বছরের শেষ নাগাদ একটা ভ্যাকসিন পাওয়ার আশা আছে আমাদের।’

করোনার টিকা পাওয়া গেলে তার সমবণ্টন নিশ্চিত করার লক্ষ্যে বিশ্বের সব নেতার একাত্মতা ও রাজনৈতিক অঙ্গীকারের আহ্বান জানান ডব্লিউএইচওর মহাসচিব।

বলেন, ‘আমাদের একে অপরকে দরকার। আমাদের সংহতি দরকার। আমাদের যত শক্তি আছে, তার সবটুকু ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ব্যবহার করা দরকার।’

ডব্লিউএইচওর নেতৃত্বাধীন ‘কোভ্যাক্স’ নামের বৈশ্বিক উদ্যোগ পরীক্ষামূলক ৯টি টিকার ওপর নজর রাখছে। এই টিকাগুলো পরীক্ষার চূড়ান্ত ধাপে রয়েছে।

‘কোভ্যাক্স’ উদ্যোগের মাধ্যমে ২০২১ সালের শেষ নাগাদ বিশ্বে ২০০ কোটি ডোজ টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

করোনা ভ্যাকসিনের দৌড়ে রাশিয়ার পাশাপাশি এখন পর্যন্ত চীন-যুক্তরাষ্ট্র সবচেয়ে এগিয়ে। রাশিয়া জাতীয়ভাবে ভ্যাকসিনের অনুমোদন দিয়ে ব্যবহার শুরু করেছে।

চীনের চারটি ভ্যাকসিন তৃতীয় ধাপের ট্রায়ালে আছে। পৃথিবীর অন্য কোনো দেশ এত ভ্যাকসিন তৃতীয় ধাপের ট্রায়ালে নিতে পারেনি।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments