Saturday, April 20, 2024
HomeScrollingটোকিওতে বাছাই থেকে বিদায় নিয়েছেন শুটার বাকি

টোকিওতে বাছাই থেকে বিদায় নিয়েছেন শুটার বাকি

অনলাইন ডেস্ক।।

টোকিও অলিম্পিকে ১০ মিটার এয়ার রাইফেলের বাছাই থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের শুটার আবদুল্লাহ হেল বাকি। ৬১৯.৮ স্কোর করে ৪৭ জন প্রতিযোগীর মধ্যে ৪১ তম হয়েছেন তিনি।

বাছাইয়ের সেরা ৮ শুটার খেলবেন ফাইনালে। ৬৩২.৭ স্কোর নিয়ে বাছাইয়ে সেরা হয়েছেন চীনের শুটার ইয়াং হাওরান। যা অলিম্পিক বাছাইয়ের রেকর্ডও। ৬২৯.২ স্কোর নিয়ে অষ্টম হয়েছেন তারই স্বদেশি শেং লিহাও।

মোট ৬ সিরিজে ৬০ ‍শুটে বাকির গড় স্কোর ১০.৩৩। প্রথম সিরিজে ১০ শুটে তার স্কোর ১০২.৮। দ্বিতীয় সিরিজে ১০৩.৪, তৃতীয় সিরিজে ১০২.৯, চতুর্থ সিরিজে ১০৩.৮, পঞ্চম সিরিজে ১০৩.৮ ও ষষ্ঠ সিরিজে ১০৩.১।

২০১৬ সালের রিও অলিম্পিকের বাছাইয়ে ৬২১.২ স্কোর করে ৫০ প্রতিযোগীর মধ্যে ২৫তম হয়েছিলেন বাকি। গ্ল্যাসগো ও কমনওয়েলথ গেমসে রুপা জয়ী বাকি নিজের সেরা স্কোর করেছিলেন ২০১৬ সালে, দিল্লির শুটিং বিশ্বকাপে। সেবার তিনি ৬২৪.৮ স্কোর গড়েছিলেন।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments