Wednesday, April 24, 2024
HomeScrollingটেকনাফে এক লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফে এক লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং এলাকা থেকে এক লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

মঙ্গলবার (৯ মে) রাতে উপজেলার সাবরাং শেয়ারী ঘের এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন৷

তিনি বলেন, মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের গোপন সংবাদে বিজিবির সদস্যরা সাবরাং শেয়ারী ঘের এলাকায় অভিযান চালায়। এসময় রাত নয়টার দিকে লবণের মাঠের আইলে আঁড় নিয়ে বিজিবির চৌকস দল দুইজন ব্যক্তিকে দুটি মাদকের পোটলা হাতে নিয়ে বেড়িবাঁধের দিকে আসতে দেখে। পরে বিজিবির সদস্যরা তাদের সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় টহলদল তাদের চ্যালেঞ্জ করেন। পাচারকারীরা দূর থেকে বিজিবির উপস্থিতি বুঝতে পেরে কাঁধে থাকা মাদকের পোটলাগুলো ফেলে রাতের অন্ধকারের সুযোগে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। পরে পাচারকারীদের ফেলে যাওয়া ওই পোটলা দুটি তল্লাশি করে এক লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

মহিউদ্দিন আহমেদ আরও বলেন, চোরাকারবারীদের আটক করার জন্যে ওই এলাকা ও পার্শ্ববর্তী জায়গায় মঙ্গলবার রাত দশটা পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোনো মাদক কারবারি কিংবা তাদের কোনো সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তবে চোরাকারবারীদের আটকের জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments