Saturday, April 20, 2024
HomeScrollingজেলে স্ট্রোক করা নাসিম ১/১১-এর পর দলকে সংগঠিত করেন: তোফায়েল

জেলে স্ট্রোক করা নাসিম ১/১১-এর পর দলকে সংগঠিত করেন: তোফায়েল

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাসিম মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তার রাজনৈতিক সহকর্মী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ।

হাসপাতালে টানা ৯ দিন লাইফ সাপোর্টে থাকার পর শনিবার বেলা ১১টার দিকে মোহাম্মদ নাসিমকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন, তাকে হারানোয় আওয়ামী লীগে শূন্যতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তোফায়েল আহমেদ।

তিনি বলেন, নাসিম ছিলে জাতীয় নেতা। তার একটা বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ছিল।এই সংগ্রামী নেতা দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জেল-জুলুম, অত্যাচার-নির্যাতন সহ্য করেও সংগঠনের জন্য নিবেদিতপ্রাণ ছিল।

তোফায়েল আহমেদ বলেন, ১/১১-এর সময় তাকে গ্রেফতার করলে জেলের মধ্যে তার স্ট্রোক হয়। তারপরও শারীরিক ওই অবস্থা নিয়ে পরে সারা বাংলাদেশে সফর করে আওয়ামী লীগকে সংগঠিত করে। সে অনেক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল। ১৪ দলের মুখপাত্র হিসেবে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। আমি সত্যিই খুব দুঃখিত, মর্মাহত ও বেদনাহত যে নাসিম এভাবে আমাদের ছেড়ে চলে গেল। আমি তার মাগফিরাত কামনা করি।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments